<p>কোনো পোস্ট সত্য নাকি মিত্যা তা বিচারের ভার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ওপর ছেড়ে দিচ্ছে টেক জায়ান্ট কোম্পানি মেটা। ফেসবুক ও ইন্সটাগ্রামে স্বাধীন ফ্যাক্টচেকারদের ব্যবহার বাদ দিচ্ছে তারা।</p> <p>এর পরিবর্তে এক্স বা সাবেক টুইটারের অনুকরণে ‘কমিউনিটি নোটস’ চালু করার ঘোষণা দিয়েছে কম্পানিটি।</p> <p>মঙ্গলবার (৭ জানুয়ারি) একটি ভিডিও বার্তা ও একটি ব্লগ পোস্ট করে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এই তথ্য জানান।</p> <p>তিনি বলেন, ফ্যাক্ট চেকের ক্ষেত্রে যেসব থার্ড পার্টি মডারেটরদের ওপর নির্ভর করা হচ্ছিলো তারা ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ ছিল। তাই তিনি মনে করেন, বাক স্বাধীনতায় ফিরে যাওয়ার সময় হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১০০ টাকা মোবাইল রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736321307-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১০০ টাকা মোবাইল রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/08/1466408" target="_blank"> </a></div> </div> <p>এই ঘোষণার পর মনে করা হচ্ছে জাকারবার্গ ও তার কম্পানির নির্বাহীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। কারণ ট্রাম্প ও তার সহযোগীরা মেটার বিরুদ্ধে ফ্যাক্ট চেকিং পলিসি নিয়ে অভিযোগ তোলেন এবং দাবি করেন, কম্পানিটি ডানপন্থিদের বাকস্বাধীনতা নিয়ন্ত্রণ করছে।</p> <p>২০১৬ সালে মেটার এই ফ্যাক্ট চেকিং প্রকল্প হয়েছিল। কোনো পোস্ট ভুয়া বা বিভ্রান্তিকর মনে হলে স্বাধীন ফ্যাক্টচেকারদের তা যাচাই করতে বলা হতো। যাচাইয়ের পর কোনো পোস্ট অসত্য প্রমাণিত হলে তার ওপর আলাদা করে ট্যাগ যুক্ত করে দিয়ে রিচ কমিয়ে দেওয়া হতো।</p> <p>প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই ফ্যাক্টচেকিং বন্ধ হচ্ছে। মেটা জানিয়েছে, ইউরোপ অঞ্চলেও জন্য এখনই থার্ড পার্টি ফ্যাকট চেকিং বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেই তাদের।</p>