<p style="text-align:justify">লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে লাকসাম উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে লাকসাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।</p> <p style="text-align:justify">মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মাত্র ৬১ দিনে আলো ছড়ালেন লাকসাম উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ। এলাকায় সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে কাজ করে আসছেন। তার কর্মকাণ্ডে এলাকার সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ একটি অদৃশ্য শক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে তাকে বদলি করিছে।</p> <p style="text-align:justify">ইউএনও কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে লাকসামে স্বপদে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তারা।</p> <p style="text-align:justify">খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক এক সচিবের নাম ভাঙিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট মোবাইল ফোনে ইউএনও কাউছার হামিদের বিরুদ্ধে কেউ একজন অভিযোগ করেন। ওই অভিযোগের কারণে তাকে বদলি করা হয়।</p>