<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন ওরফে মোবাইল মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সাভারের অভিজাত শপিংমল সাভার সিটি সেন্টার শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।</p> <p style="text-align:justify">গ্রেপ্তার মনির হোসেন ওরফে মোবাইল মনির সাভার সদর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং তার বিরুদ্ধে ছাত্র হত্যার ৫টি মামলা রয়েছে।</p> <p style="text-align:justify">পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় শতাধিক ছাত্র-জনতা নিহত হয়। পরবর্তীতে নিহতদের স্বজন হত্যা ও হত্যাচেষ্টা মামলা করেন। এমন ৫টি মামলার এজাহারভুক্ত আসামি মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাভার সিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p style="text-align:justify">সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, বিকেলে মোবাইল মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।</p>