<p style="text-align:justify">বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা তিনটি হত্যাসহ ২০ মামলার পলাতক আসামি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলহাজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।</p> <p style="text-align:justify">আলহাজ্ব শেখ (৫৫) শহরের গোহাইল রোড সূত্রাপুর এলাকার মৃত মুনছুর শেখের ছেলে।</p> <p style="text-align:justify">এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।</p> <p style="text-align:justify">জানা গেছে, যুবলীগ নেতা আলহাজ শেখের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। আলহাজ শেখ তার নিজ বাড়িতেই আত্মগোপনে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার তিন ঘণ্টার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি আট তলা ভবন থেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্য ভবনে লাফ দেন। তারপরও গ্রেপ্তার এড়াতে পারেননি। সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ তিন ঘণ্টার যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।</p> <p style="text-align:justify">বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, আগের ৬টি হত্যাসহ ১৩টি মামলা ছাড়াও তার বিরুদ্ধে ৫ আগস্টের পর আরও ৩টি হত্যাসহ সাতটি মামলা করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ২০টি।</p>