<p>গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।</p> <p>মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘উভয় পক্ষের মধ্যে প্রায়োগিক কৌশলসংক্রান্ত বৈঠক চলছে। তবে বর্তমানে কোনো গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে না।’</p> <p>মধ্যস্থতাকারী কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এখনো গাজায় চলমান ধ্বংসাত্মক সংঘাত শেষ হয়নি। আনসারি বলেন, চলমান বৈঠকে ‘অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে’, তবে আলোচনার অখণ্ডতা নিশ্চিত করতে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসরায়েল নিজস্ব পরিকল্পনায় মধ্যপ্রাচ্যের রূপান্তর চায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1734018576-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসরায়েল নিজস্ব পরিকল্পনায় মধ্যপ্রাচ্যের রূপান্তর চায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/12/1456798" target="_blank"> </a></div> </div> <p>এর আগে গত সপ্তাহের শেষ দিকে হামাস জানায়, দোহায় পরোক্ষ আলোচনা ফের শুরু হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা দোহায় আলোচকদের আলোচনার অনুমতি দিয়েছে। তবে ডিসেম্বর মাসে মধ্যস্থতার আগের ধাপ শেষ হয় পারস্পরিক দোষারোপের মধ্য দিয়ে। তখন হামাস ইসরায়েলকে নতুন শর্ত আরোপের জন্য অভিযুক্ত করে, আর ইসরায়েল হামাসের বিরুদ্ধে চুক্তিতে বাধা সৃষ্টি করার অভিযোগ তোলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হামাস-ইসরায়েলের একে অপরকে দোষারোপ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735140747-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হামাস-ইসরায়েলের একে অপরকে দোষারোপ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/25/1461304" target="_blank"> </a></div> </div> <p>ডিসেম্বরে কাতার জানিয়েছিল, আলোচনায় ‘গতিশীলতা’ ফিরে আসছে বলে তারা আশাবাদী, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পর। এর এক মাস আগে দোহা জানায়, তারা মধ্যস্থতা স্থগিত রাখছে এবং এটি তখনই ফের শুরু হবে, যখন হামাস ও ইসরায়েল ‘ইচ্ছা ও আন্তরিকতা’ প্রদর্শন করবে।</p> <p>সূত্র : এএফপি</p>