<p style="text-align:justify">বিনিয়োগের জন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।</p> <p style="text-align:justify">নিকোলা বিয়ার ব‌লেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে ইইউ। বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি বিরাজ কর‌ছে আমি ম‌নে ক‌রি, এটি বিনিয়োগের জন্য স্থিতিশীল। আমি যথেষ্ট আশাবাদী এ বছরের মধ্যে আমা‌দের যেসব প্রকল্প রয়েছে সেগু‌লোর অগ্রগ‌তি দেখ‌তে পাব, বি‌শেষ ক‌রে পা‌নি এবং স্যানিটেশন খাতের কথা বল‌ছি।</p> <p style="text-align:justify">তিনি জানান, বাংলাদেশকে এই অঞ্চলে একটি শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে ইউরোপীয় ইউনিয়ন শক্ত হাতে কাজ করবে।</p> <p style="text-align:justify">সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করবে। তারাই ঠিক করবে।</p> <p style="text-align:justify">ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আরও জানান, এ দেশে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তা খতিয়ে দেখবেন তারা।</p> <p style="text-align:justify">প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। দ্বিপাক্ষিক বৈঠক করবেন জ্বালানি ও বিদ‍্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফজলুল কবির খান, বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে।</p> <p style="text-align:justify">এছাড়া সফরে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গেও বিশেষ বৈঠকের কথা রয়েছে নিকোলার।</p>