<p>ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি যাত্রী।</p> <p>রবিবার (৫ জানুয়ারি) রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালিন্দো এয়ারের একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখান থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে যাত্রীরা অভিযোগ করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদা জিয়াকে নিতে আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, থাকছে যেসব সুবিধা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736159003-0e7159c72b2f7660279ef03129949c21.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদা জিয়াকে নিতে আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, থাকছে যেসব সুবিধা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/06/1465647" target="_blank"> </a></div> </div> <p>তারা বলেছেন, কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের ট্রানজিট পয়েন্টে আটকা পড়েছেন তারা।</p> <p>বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ভোর ৩টার দিকে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বিমানটির। কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি যাত্রাপথ পরিবর্তন করে কলকাতায় অবতরণ করে।</p> <p>বিমানের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন নারী-শিশু ও অসুস্থ রোগীও রয়েছে। পরে মানবিক দিক বিবেচনায় বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি পয়েন্টে বিমানের যাত্রীদের সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।</p> <p>যাত্রীদের কয়েকজন বলেছেন, তারা মালিন্দো এয়ারের কুয়ালালামপুরের হেড অফিস এবং ভারতীয় অফিসেও যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু বিমান সংস্থাটির সঙ্গে তারা কোনো যোগাযোগ করতে পারেননি।</p>