<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও মাগুরা-১ আসনের সাবেক এমপি মো. সাইফুজ্জামান (শেখর), গাইবান্ধা-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাগুলো করা হয়েছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপর আসামিরা হলেন মো. সাইফুজ্জামানের স্ত্রী, আবুল কালাম আজাদের স্ত্রী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক উপপুলিশ কমিশনার (ফরিদপুরের সাবেক এসপি) মো. শাহজাহান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাইফুজ্জামানের বিরুদ্ধে মামলায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে এক কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৫২১ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখা এবং নিজের নামের ও ব্যাবসায়িক সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। আর সাইফুজ্জামানের স্ত্রীর বিরুদ্ধে মামলায় অবৈধভাবে জ্ঞাত আয়ের উৎসর সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি ১৬ লাখ এক হাজার ৩৩২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় স্বামী সাইফুজ্জামানকে সহযোগী আসামি করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে ছয় কোটি ১০ লাখ পাঁচ হাজার ৬৬৮ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখা এবং নিজের নামের ও ব্যাবসায়িক সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ২০ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৮২ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। আবুল কালাম আজাদের স্ত্রীর বিরুদ্ধে মামলায় অবৈধভাবে জ্ঞাত আয়ের উৎসর সঙ্গে অসংগতিপূর্ণ ৫০ লাখ ৯৯ হাজার ৫৭৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় স্বামী আবুল কালাম আজাদকে সহযোগী আসামি করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক উপপুলিশ কমিশনার (ফরিদপুরের সাবেক এসপি) মো. শাহজাহানের বিরুদ্ধে মামলায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে এক কোটি ৪০ লাখ চার হাজার ৯৫৮ টাকার সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাগুলো করা হয়েছে।</span></span></span></span></p>