<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমবায় বিভাগের রাজশাহী অঞ্চলের সাবেক উপনিবন্ধক (বিচার) বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায়ের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জানুয়ারি। তিনি ২০০০ সালের এই দিনে পরলোকগমন করেন। ফরিদপুরের রত্নগর্ভা মা প্রয়াত নির্মলা রানী রায় তাঁর স্ত্রী ছিলেন। এ উপলক্ষে প্রয়াতের কুষ্টিয়ার খোকসা উপজেলার এক্তারপুর গ্রামের বাড়ি এবং ফরিদপুর শহরের ঝিলটুলীর নিজ বাসভবনে পূজাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফরিদপুর শহরের শ্রীধাম শ্রী অঙ্গনে ভোগরাগ অনুষ্ঠিত হবে। </span></span></span></span></span></p>