<p>জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, ‘কৃষি আর কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতায় গেলে কোনোভাবেই কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। স্বল্প সুদে কৃষিঋণ চালু করা হবে। বিনা মূল্যে কৃষি শিক্ষা ব্যবস্থা থাকবে।’</p> <p>সোমবার (৬ জানুয়ারি) যশোরের বাঘারপাড়া উপজেলা কৃষক দলের আয়োজনে জামদিয়া ও বাসুয়াড়ী ইউনিয়ন কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।</p> <p>বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও প্রতিশ্রুতি নেতাকর্মীদের শুনিয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করা হবে।</p> <p>অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, একই সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী টি এস আইয়ুব। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামসুর রহমান।</p> <p>শেখ হাসিনা সরকারের সমালোচনা করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অমিত বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফাঁড়ির দারোগাকে মাশওয়ারা দিয়ে এলাকায় আপনাদের রাত কাটাতে হয়েছে। ৫ আগস্টের পর আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন।’</p> <p>তিনি আরো বলেন, ‘লড়াই এখনো শেষ হয়নি, আমরা ভোটের অধিকার পাইনি।’ </p> <p>তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে অমিত বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে কৃষি বীমা চালু করা হবে। অসচ্ছল পরিবারের মাঝে পারিবারিক ভাতা কার্ড চালু করা হবে।’</p> <p>আগত নেতাকর্মী-সমর্থকদের স্বাগত জানান অনুষ্ঠানের আয়োজক কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী টি এস আইয়ুব।</p> <p>কৃষক সমাবেশে অন্যদের উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা কৃষক দলের সভাপতি উপাধ্যক্ষ মকবুল হোসেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুস সালাম সৌদি, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও ইখলাচ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী ও হাবিবুর রহমান হাবিব।</p> <p>আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, বাঘারপাড়া উপজেলা কৃষক দলের সভাপতি মসিউল আযম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ, সদস্যসচিব বাবুল হাসান, বাঘারপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিজ ইকবাল ঈসা, সদস্যসচিব মাসুম পারভেজসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা। </p> <p>অনুষ্ঠান সঞ্চালনা করেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।</p>