<p>‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্য উৎসব- ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় দুই দিনব্যাপী আত্মহত্যা প্রতিরোধবিষয়ক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।</p> <p>উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। </p> <p>আত্মহত্যা প্রতিরোধবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালায় প্রথম দিনের সেশন পরিচালনা করছেন মনোবিজ্ঞানী, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, ইউএস বাংলা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।</p> <p>এ সময় কর্মশালায় উপজেলার স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকরা অংশ গ্রহণ করেন। </p> <p>ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, প্রতি বছর আত্মহত্যায় কেন্দুয়া উপজেলায় অনেক মানুষ অকালে প্রাণ হারায়। তাদের একটি বড় অংশ কিশোর-কিশোরী। কিছু বিজ্ঞানভিত্তিক কৌশল অবলম্বন করে সহজেই আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। এ উদ্দেশ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের অংশ গ্রহণে এই বিশেষ উদ্যোগ। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুস্থ প্রজন্ম উপহার দিতে।</p> <p>কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। </p>