<p>ভারতের বেঙ্গালুরুতে সোমবার ভাড়া বাসা থেকে এক সফটওয়্যার পরামর্শক, তার স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনাকে সম্ভাব্য হত্যাকাণ্ড ও আত্মহত্যা হিসেবে তদন্ত করছে।</p> <p>মৃতরা হলেন অনুপ কুমার (৩৮) ও তার স্ত্রী রাখী (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে অনুপ্রিয়া ও দুই বছর বয়সী ছেলে প্রিয়াংশ। পরিবারটি উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা, তবে অনুপের চাকরির সুবাদে বেঙ্গালুরুতে বসবাস করছিল। </p> <p>বাড়ির গৃহকর্মী এদিন সকালে কাজ করতে এসে বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে দম্পতি ও তাদের দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে।</p> <p>প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, অনুপ ও রাখী প্রথমে তাদের সন্তানদের বিষ প্রয়োগে হত্যা করেন। এরপর তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অনুপ ও রাখী দম্পতি সম্ভবত মানসিক চাপের মধ্যে ছিলেন, যা তাদের বড় মেয়ে অনুপ্রিয়ার শারীরিক অবস্থার কারণে হতে পারে। গৃহকর্মীর বিবৃতি অনুসারে, বিশেষ চাহিদাসম্পন্ন অনুপ্রিয়ার জন্য মা-বাবাকে মানসিকভাবে বেশ বিপর্যস্ত দেখা যেত।  </p> <p>অন্যদিকে গৃহকর্মীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, দম্পতি খুবই আনন্দিত ছিলেন এবং পুদুচেরিতে ভ্রমণের পরিকল্পনাও করেছিলেন। রবিবারই তারা ভ্রমণের জন্য ব্যাগ গোছানো শেষ করেন।  </p> <p>এ ছাড়া পরিবারটিতে তিনজন কর্মচারী ছিলেন, যাদের মধ্যে দুজন রান্নার কাজ করতেন এবং একজন শিশুদের দেখাশোনা করতেন। তাদের প্রত্যেকের বেতন ছিল মাসিক ১৫ হাজার রুপি।  </p> <p>এদিকে ঘটনাস্থলে এখনো কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ একটি মামলা করে তদন্ত চালিয়ে যাচ্ছে।</p> <p>সূত্র : এনডিটিভি</p>