<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতুর ওপর থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, সেতুর ওপর থেকে ওই যুবক লাফ দিলে সেতুর নিচে সড়কের ওপর পড়ে। সেখানে আহত অবস্থায় বেশ কিছুক্ষণ যুবককে কাঁতরাতে দেখা যায়। পরে সেখানেই তিনি মারা যান। সদর থানার ওসি সাইফুল আলম জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তিনি আত্মহত্যা করতে পারেন। তাঁর পরিচয় এবং হত্যার মূল কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।</span></span></span></span></span></p>