<p style="text-align:justify">ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘শিক্ষার্থীরা প্রত্যাশা করেন একটি শিক্ষার্থীবান্ধব রাজনীতি। আমরা সে রকমটাই চেষ্টা করে যাচ্ছি। অতীতে যেমন ছিল হল দখল, চাঁদাবাজি, সিনিয়র-জুনিয়র সংস্কৃতি-এসব থেকে আমরা বেরিয়ে আসতে চাই।’</p> <p style="text-align:justify">মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ পরিদর্শনকালে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। </p> <p style="text-align:justify">ক্যাম্পাসে ছাত্ররাজনীতি সম্পর্কে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘বিশেষ করে ৫ আগস্টের পরে শিক্ষার্থীদের যে দাবি-চাওয়া, সেভাবেই আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে করে বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি হবে এবং তাদের মেধার বিকাশ ঘটবে।’</p> <p style="text-align:justify">শিবির সভাপতি বলেন, ‘ছাত্রশিবির গতানুগতিক কোনো ছাত্রসংগঠন নয়। এটি তার সূচনালগ্ন থেকেই সেটার জানান দিয়ে আসছে। আমাদের পূর্ববর্তীরাও সংগঠনকে সেভাবে উপস্থাপন করেছেন। বর্তমান সময়ে এসেও বিশেষ করে ৫ আগস্টের পর বাংলাদেশ এবং ছাত্ররাজনীতির যে একটা গুণগত পরিবর্তন, ছাত্ররাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছাত্রশিবির সেই জায়গায় তার সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘আমরা খুব স্বল্প সময়ে তথ্যবহুল একটি ক্যালেন্ডার প্রকাশ করেছি। দেশের সব পেশার মানুষ সেটার অনেক বেশি প্রশংসা করছে। বই থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রকারের প্রায় দুই শতাধিক প্রকাশনা উপকরণ রয়েছে। আমরা প্রত্যেক বছর এই উপকরণগুলো আপডেট করি। এই উপকরণগুলো যেন শিক্ষার্থীবান্ধব হয়, শিক্ষার্থীদের উপকারে আসে সেই বিবেচনা মাথায় রেখে প্রকাশনা তৈরি করি।’</p> <p style="text-align:justify">জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সম্পর্কে ছাত্রশিবিরের অবস্থানের প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, ‘জুলাই অভ্যুত্থান সবার অংশগ্রহণের মাধ্যমে হয়েছে। আমরা মনে করি কোনো একক দল বা কোনো একক ব্যক্তি বা একক আদর্শের ভিত্তিতে এটি হয়নি। সেই আলোকে ১৫ জানুয়ারি যে ঘোষণাপত্রের কথা বলা হয়েছে, আমরা আশা করছি সেখানে সবার মতামতের প্রতিফলন থাকবে। সেই ঐকমত্যের ভিত্তিতে যদি সেটি হয়, তাহলে এটি বাংলাদেশের জন্য অনেক বেশি উপকার এবং ভালো ফল বয়ে আনবে।’</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুতে সভাপতি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা টেবিলে বসতে পারি না। আমরা শুধু বাইরে থেকে মন্তব্য করি, বক্তব্য দিই। কিন্তু টেবিলে বসে আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে পারি না। যদি আমরা টেবিলে বসার সংস্কৃতি চালু করতে পারি, তাহলে শুধু পোষ্য কোটা নয়; দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিলের দাবি অবশ্যই যৌক্তিক। কারণ, এই কোটা পদ্ধতি সংস্কারের দাবিতেই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপিত হয়েছে এবং সেখান এই বিপ্লবের যাত্রা শুরু হয়। শুধু পোষ্য কোটা নয় অযৌক্তিক কোনো কিছুর পক্ষে আমরা না। আমরা চাইবো বিশ্ববিদ্যালয়ের যারা স্টেকহোল্ডার রয়েছেন, তাদের সঙ্গে আলোচনার করে যৌক্তিক সংস্কারের মাধ্যমে এটি সমাধান হওয়া দরকার।’</p> <p style="text-align:justify">এসময় ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল ও সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, গত রবিবার নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫-এর আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। উৎসবটি চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।</p>