<p style="text-align:justify">ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্রহত্যা মামলার আসামি ইফতেখার মুনতাসীর অধির (২৫)।</p> <p style="text-align:justify">সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে সমাপনী পর্বের ব্যাবহারিক পরীক্ষা দিতে এলে সাধারণ শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দেন। এ সময় পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে। তার স্বীকারোক্তি মোতাবেক হত্যার দায়ে পুলিশ অধিরকে আটক করে।</p> <p style="text-align:justify">আসামি অধির ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তিনি ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার বাসিন্দা মৃত ইয়াছিনের ছেলে।</p> <p style="text-align:justify">ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন বলেন, মহিপালের বেশ কিছু সিসিটিভি ফুটেজে আসামি অধিরকে অস্ত্রসহ অবস্থান করতে দেখা গিয়েছে। শিহাব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, সরকার পতনের ১ দফা আন্দোলনে ৪ আগস্ট মহিপালে ছাত্রলীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ১৩ জন ছাত্র-জনতা নিহত হয়। এসব হত্যা মামলার সাথে জড়িত প্রায় শতাধিক ব্যক্তি ও আওয়ামী নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।</p>