<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সহিংসতা ও হতাহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে আনন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযোগ দাখিল করেন সে সময় নিহত আসাদুল্লাহ রাতিনের (১৭) বাবা মো. শফিকুল ইসলাম। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নাম রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ দাখিলের সময় শফিকুল ইসলামের সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে বাংলাদেশে যে আগ্রাসনবিরোধী আন্দোলন হয়, সে আন্দোলনে হতাহত ও নিপীড়িত ব্যক্তিদের পক্ষ থেকে আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ১৬ জনকে আসামি করে এ অভিযোগ করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব চিন্তার মানুষ যখন ভারতের আগ্রাসনের প্রতিবাদে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন-সংগ্রাম করছিল, সেই সময়টাতে এই নিরস্ত্র মানুষগুলোর ওপর নির্বিচার গুলিবর্ষণ করা হয়। সরকারি হিসাব মতে সে সময় ১৭ জনকে গুলি করে হত্যা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী ও ঢাকায় নির্বিচারে মানুষের ওপর নিপীড়ন ও গুলিবর্ষণ করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসাদুল্লাহ রাতিনের বাবা শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার ছেলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসা দিতে রাজি হয়নি হাসপাতালগুলো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিনা চিকিৎসায় একপর্যায়ে তাঁর ছেলে মারা যায় দাবি করে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের বিচার চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাঁর প্রত্যাশা, ট্রাইব্যুনালে তিনি ন্যায়বিচার পাবেন।</span></span></span></span></p> <p> </p>