<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর ওয়ারী এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে ওয়ারীর জয় কালী মন্দিরের সামনে পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মারজান আহম্মেদ রনি ওরফে ভাগ্নে রনি (৩৮) ও মো. মাহিন খান (২৫)। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও  চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাঁদের আসামি করে ডিএমপির ওয়ারী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, জয় কালী মন্দিরের সামনে বিসমিল্লাহ হোমিও ক্লিনিকের সামনে পাকা রাস্তায় কিছু লোক স্থানীয় প্রভাব বিস্তার ও কাপ্তান বাজার নিয়ন্ত্রণ করতে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে থানার একটি টহল টিম রাত সোয়া ২টার  দিকে সেখানে পৌঁছায়</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবং</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেখান</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থেকে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অস্ত্রসহ দুজনকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে থানা পুলিশ।</span></span></span></span></p>