<p>রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে দেশি অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাতচক্রের ১২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলো সাগর ওরফে বুলেট, রবিউল সানি, মো. বাপ্পী, জীবন ওরফে হূদয়, আকাশ ওরফে রানা, ইমন হোসেন ও  মো. মারুফ। তাদের কাছ থেকে দেশি ধারালো অস্ত্র, চাপাতি, বিভিন্ন সময়ে ছিনতাই করা মোবাইল ফোন, এটিএম কার্ড ও অবৈধ নগদ অর্থ উদ্ধার করা হয়।</p> <p>যৌথ বাহিনী সূত্র বলছে, ছিনতাই ও ডাকাতির ক্রমবর্ধমান অভিযোগের ভিত্তিতে হাজারীবাগ (গাবতলী-সদরঘাট রোড) ও মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই তালিকাভুক্ত আসামি। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে হাজারীবাগ ও মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।</p> <p>পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে হাজারীবাগ, মোহাম্মদপুর এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারা ঘটনার দিন হাজারীবাগ থানার সিকশন বেড়িবাঁধসংলগ্ন এলাকায় সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নেয়।  গ্রেপ্তারকৃতদের মধ্যে সাগর ওরফে বুলেট, রবিউল সানি, মো. বাপ্পী ও মো. আকাশ ওরফে রানার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, হত্যাচেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।</p>