<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করবে। তারাই এ বিষয়গুলো ঠিক করবে। ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইআইবি ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ রয়েছে। বাংলাদেশকে এই অঞ্চলে একটি শক্তিশালী, অর্থবহ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোরালোভাবে কাজ করবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইআইবি ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার গতকাল তিন দিনের বাংলাদেশ সফর শুরু করেছেন। প্রথমবারের মতো বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে নিকোলা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারকে সব রকমের সমর্থন দিতে চাই বিনিয়োগের মাধ্যমে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আর তা আলোচনা করতেই তাঁর এই ঢাকা সফর। তিনি জানান, এ দেশে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তা খতিয়ে দেখবেন তাঁরা। এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।</span></span></span></span></p> <p> </p>