<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি মাসের শুরুর তিন-চার দিন দেশজুড়ে তীব্র শীত অনুভূত হয়েছে। এরপর মাঝে অনেকটাই কম ছিল শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কিছু দিন তাপমাত্রা কমে ও কুয়াশার ঘনত্ব বেড়ে শীতের অনুভূতি আবার বাড়তে পারে। সেই সঙ্গে বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ধ্যায়</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আজ বুধবার। উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুষ্ক</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থাকতে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পারে। দেশের উত্তরাঞ্চলে কুয়াশাও কিছুটা বাড়তে পারে আজ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে আগামীকাল বৃহস্পতিবারও। সেই সঙ্গে কাল থেকে সারা দেশে কুয়াশাও বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে, আগামী কিছু দিন মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গতকাল রাতে কালের</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কণ্ঠকে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বুধবার দেশের উত্তরবঙ্গ থেকে কুয়াশা বাড়তে শুরু করবে। পরের দিন তা প্রায় সারা দেশেই বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে মূলত তাপমাত্রা বেশি হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে সূর্যের আলোর প্রাপ্যতা কমবে। ফলে দিনের তাপমাত্রা বাড়ার তেমন সুযোগ পাবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজী জেবুন্নেছা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ১১ জানুয়ারি পর্যন্ত দিন-রাতের তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কিছুটা উত্তরের বাতাসও বইতে পারে। এর পর দুই দিন অর্থাৎ ১৩ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সব মিলিয়ে শীতের অনুভূতিও বেশি থাকবে আগামী কিছু দিন। ১৩ জানুয়ারির পর আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তাপমাত্রা কমলেও আগামী কিছু দিন একেবারে যে তীব্র ও ভয়ানক শীত পড়বে, তা নয়। জানুয়ারির শুরুর দিকের মতো তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা কম।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাল থেকে দেশের কিছু কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি বলেন, দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনার ঈশ্বরদী, নওগাঁর বদলগাছী এবং উত্তরে পঞ্চগড়ের তেঁতুলিয়া, রংপুর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব অঞ্চলে তাপমাত্রা তুলনামূলক কম থাকতে পারে। এ ছাড়া উত্তর-পূর্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও তাপমাত্রা অনেকটা কমতে পারে।</span></span></span></span></p>