<p>দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে মঙ্গলবার। আগামী বুধবারও উত্তরে বৃষ্টি ঝরতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই দুই দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে এ সময় শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। </p> <p>এদিকে আগামী বৃহস্পতিবার থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। বৃষ্টি হয়ে আকাশ মেঘমুক্ত হয়ে গেলে তখন রাতের তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করবে। এতে রাতে শীতের তীব্রতা বাড়বে। তবে সূর্যের আলো পর্যাপ্ত থাকলে দিনের বেলায় শীত সহনীয় পর্যায়ে থাকতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রাম আদালতে ১৯১১ মামলার নথি গায়েব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736178333-ca9f37242ad396e175bc768d9dea1b08.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রাম আদালতে ১৯১১ মামলার নথি গায়েব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/06/1465761" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টির সময় (মঙ্গল ও বুধবার) দিনের বেলা তাপমাত্রা কমে যাবে। বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে রাতের তাপমাত্রাও কমবে। বৃষ্টির পর অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে মূলত শীত বাড়বে। তাপমাত্রা কমার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে তিন-চার দিন। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। তবে তাপমাত্রা যতই কমুক, দিনে সূর্য উঠলে অনেক বেশি শীত অনুভূত হবে না।’</p> <p>আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নামলে এবং তা দুই-তিন দিন অব্যাহত থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে সেই পরিস্থিতিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736179037-083a209292a5c2db0a7a1febe7c8ab1b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/06/1465764" target="_blank"> </a></div> </div> <p>আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আজ। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে। আগামীকাল রংপুর ও সিলেটের সঙ্গে ময়নমনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।</p> <p>মঙ্গল ও বুধবার কুয়াশা কিছুটা কম থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে বৃহস্পতিবার থেকে আবার কুয়াশা বাড়তে পারে। বৃহস্পতিবার ঘন কুয়াশায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।<br /> গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।</p>