<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌদি আরবের মক্কা-মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতের জেরে বন্যা দেখা দিয়েছে। গত সোমবার এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মক্কার দক্ষিণ-পূর্বে আল-আওয়ালি এলাকায় ভারি বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছে। দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) আভাস দিয়েছে, সারা সপ্তাহে হালকা থেকে মাঝারি ভারি বৃষ্টি, বজ্রপাত এবং ধূলিঝড় হতে পারে। সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুসারে, বদর প্রদেশের আল-শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আল-বাসাতিনে। সূত্র</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> : খালিজ টাইমস, মেট্রো</span></span></span></span></span></p>