<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আজ মঙ্গলবার। আগামীকাল বুধবারও উত্তরে বৃষ্টি ঝরতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই দুই দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফলে এ সময় শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। এদিকে আগামী বৃহস্পতিবার থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। বৃষ্টি হয়ে আকাশ মেঘমুক্ত হয়ে গেলে তখন রাতের তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করবে। এতে রাতে শীতের তীব্রতা বাড়বে। তবে সূর্যের আলো পর্যাপ্ত থাকলে দিনের বেলায় শীত সহনীয় পর্যায়ে থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৃষ্টির সময় (মঙ্গল ও বুধবার) দিনের বেলা তাপমাত্রা কমে যাবে। বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে রাতের তাপমাত্রাও কমবে। বৃষ্টির পর অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে মূলত শীত বাড়বে। তাপমাত্রা কমার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে তিন-চার দিন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। তবে তাপমাত্রা যতই কমুক, দিনে সূর্য উঠলে অনেক বেশি শীত অনুভূত হবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নামলে এবং তা দুই-তিন দিন অব্যাহত থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়।</span></span></span></span></span></p>