ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি, বাসসহ চালক ও সহকারী আটক

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি, বাসসহ চালক ও সহকারী আটক
প্রতীকী ছবি

সাভারে আবারও ‘ইতিহাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবেশী ডাকাত দলের সদস্যরা বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। 

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী বাসযাত্রী‌ টুনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে স্থানীয়রা বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

আটককৃতরা হলেন- বাসের চালক রজব আলী (৩০) ও সহকারী এমদাদুল হক (৪০)। এ ছাড়া ডাকাতির ঘটনা ঘটা ইতিহাস পরিবহনের বাসটিও আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিকেলে গাজীপুরের চন্দ্রা থেকে রাজধানীর মিরপুরের উদ্দেশ্য ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া ব্রিজ (ব্যাংক টাউন) এলাকায় পৌঁছালে বাসটির চালকসহ আরো ৪ জন ব্যক্তি চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

পরে ডাকাতরা সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বাসটি থামিয়ে রেখে চলে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বাসযাত্রী সুমন সরকার বলেন, আমি চন্দ্রা থেকে বাসে উঠি। বাসটি উলাইল এলাকায় পৌঁছালে কয়েকজন ছুরি নিয়ে যাত্রীদের জিম্মি করে।

এ সময় আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ছাড়াও অন্য যাত্রীদের স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে ডাকাতরা পালিয়ে যায়।

থানায় লিখিত অভিযোগ দায়েরকারী বাসযাত্রী টুনি জানায়, বিকেলে মিরপুর যাওয়ার উদ্দেশ্যে চন্দ্রা থেকে ইতিহাস পরিবহন লিমিটেড গাড়িতে উঠে সাভারের কর্নপাড়া ব্রিজের সামনে আসলে গাড়ির চালকসহ আরো্ ৪ জন চলন্ত গাড়িতে আমার গলায় সুইস গিয়ার ঠেকিয়ে গলায় থাকা চার আনা স্বর্ণের একটি চেইন ও গাড়ির অন্যান্য যাত্রীদেরকে ভয়ভীতি ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরো মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে বাস থামিয়ে গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে চলে যায়।

তবে আটক বাসচালক রজব আলী বলেন, বাসে ওঠা কয়েকজন ব্যক্তি হঠাৎ অস্ত্র বের করে যাত্রীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ক্ষুব্ধ যাত্রীরা বাসে ভাঙচুর চালায়।

এসময় আমি ও সহকারী এমদাদুল হক সড়কের পাশে লুকিয়ে পড়ি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, বাসে ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছি এবং আশা করছি খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনতে সক্ষম হব। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও সহকারীকে আটক করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

প্রসঙ্গত, এর আগেও একই স্থানে এবং একই স্টাইলে আরো ৭ বার চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এর কয়েকটি ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত কাউকে আটক কিংবা ডাকাতি করা মালামাল উদ্ধার করতে পারেনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’, মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা!

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’, মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা!
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ে প্রবল বৃষ্টিপাতের মধ্যেই শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শুরুই আগেই প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হয়। এতে ‍বৃষ্টিতে ভিজেই অনেক শিক্ষার্থীকে কেন্দ্রে যেতে দেখা গেছে। এদিকে টানা বৃষ্টিতে কিছু কেন্দ্রে বিদ্যুৎবিভ্রাট ঘটে।

ফলে ওইসব কেন্দ্রে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।

জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২২ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে এসএসসি (সাধারণ) শাখায় ১৭ হাজার ৯৭৭ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ২ হাজার ৮০৮ জন এবং কারিগরি শাখায় ১ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। জেলার মোট পরীক্ষাকেন্দ্র ৪০টি।

এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ২৪টি, মাদ্রাসা বোর্ডের জন্য ৭টি এবং কারিগরি শাখার জন্য ৯টি কেন্দ্র নির্ধারিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রবল বৃষ্টিপাতের কারণে ঠাকুরগাঁও জেলার অধিকাংশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরুর পরেও বিদ্যুৎবিভ্রাট ঘটে। তবে কতটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। আবার অনেকে কেন্দ্রের পরীক্ষা কক্ষে বিদ্যুৎ সংযোগ না থাকায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা।

ফলে মোমবাতির আলোয় শিক্ষার্থীদের প্রায় ১ ঘণ্টা পরীক্ষা দিতে হয়েছে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষার্থী প্রাপ্তি বলেন, ‘‘বাইরে ঝড়-বৃষ্টি হওয়ায় কক্ষে বিদ্যুৎ ছিল না। ফলে আমাদের রুমে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। আলো কম থাকায় প্রশ্ন পড়া ও উত্তর লেখা বেশ কষ্টকর ছিল।’’

আরেক পরীক্ষার্থী জুবায়ের বলেন, ‘‘ভিজে কেন্দ্রে আসতে হয়েছে।

ঠাণ্ডায় হাত কাঁপছিল, তারপরেও সাহস করে পরীক্ষা দিয়েছি। মোমবাতির আলোয় লেখাও ভালোভাবে দেখা যাচ্ছিল না।’’

পরীক্ষাকেন্দ্রে অপেক্ষারত এক অভিভাবক বলেন, ‘‘সকাল থেকেই বৃষ্টি। ছেলেমেয়েরা ভিজে কেন্দ্রে এসেছে। কর্তৃপক্ষ আগে থেকে ব্যবস্থা নিলে এই দুর্ভোগ হতো না।’’

জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার বলেন, বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য
রামু

সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সাক্ষী নুরুল আবছার আটক

রামু (কক্সবাজার) প্রতিনিধি
রামু (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সাক্ষী নুরুল আবছার আটক
সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের সাজানো মামলায় ফাঁসির দণ্ড কার্যকর করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর। এ মামলায় তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাতা রাঙ্গুনিয়ার নুরুল আবছারকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন থেকে আটক করেছে এলাকাবাসী।

তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন ৬নং ওয়ার্ড এলাকার ফরিদ নামের এক ব্যক্তির বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহবায়কের নেতৃত্বে এলাকাবাসী তাকে আটক করে।

আরো পড়ুন

বাসা থেকে ডেকে নেওয়া হয় যুবককে, লাশ পাওয়া গেল মর্গে

বাসা থেকে ডেকে নেওয়া হয় যুবককে, লাশ পাওয়া গেল মর্গে

 


 
কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক বলেন, স্থানীয় সোর্স থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়িটি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

নুরুল আবছার চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দন পুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে। তিনি বলেন, 'আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রাষ্ট্র পক্ষের ১০ নং স্বাক্ষী ছিলাম।'

আরো পড়ুন

থামছেই না অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, দেখার কেও নেই

থামছেই না অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, দেখার কেও নেই

 

রামু থানার ওসি ইমন চৌধুরী বলেন, 'রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজখবর নিচ্ছি, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

'

মন্তব্য

কুষ্টিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
শেয়ার
কুষ্টিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
ছবি : কালের কণ্ঠ

চুরির অপবাদ দিয়ে ছোট ভাই আশরাফুল ইসলামকে মারপিট ও বড় ভাই ছুরমান খানকে (৪৩) মারপিটের পর হত্যা করা হয়েছে বলে প্রতিবেশী আব্দুল হাকিমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হাকিমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কুষ্টিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চর থানাপাড়া এলাকা থেকে রিকশাচালক ছুরমান খানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন
অধিক ভিউ পেতে সন্তানদের ব্যবহার, সেই ‘ক্রিম আপা’র বিরুদ্ধে মামলা

অধিক ভিউ পেতে সন্তানদের ব্যবহার, সেই ‘ক্রিম আপা’র বিরুদ্ধে মামলা

 

নিহত ছুরমান খান কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকার আব্দুল কালাম খানের ছেলে।

তিনি এক মেয়েসন্তানের বাবা। তার ছোট ভাই আশরাফুল ইসলাম (২৫) কুষ্টিয়া শহরের মিশন স্কুলের বিপরীতে প্রতিবেশী হাকিমের দোকানে কাজ করতেন। আটকরা হলেন— হাকিম, নিতু ও হাকিমের স্ত্রী। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩১ মার্চ রাতে প্রতিবেশী হাকিমের বাড়িতে চুরি হয়েছে বলে দাবি করে হাকিম তার দোকানের কর্মচারী আশরাফুল ইসলামকে চোর সন্দেহে মঙ্গলবার তাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন।

এর জের ধরে হাকিম ও তার লোকজন আজ বৃহস্পতিবার সকালে আশরাফুলের বড় ভাই ছুরমানকে মারপিট করে হত্যা করেন। আজ সকালে নিজবাড়ির পাশ থেকে ছুরমানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে মর্গে পাঠায়।

আরো পড়ুন
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিএসসি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিএসসি

 

নিহত ছুরমান খানের বড় ভাই জয়নাল খান বলেন, ‘আমার ছোট ভাই আশরাফুল ইসলাম হাকিমের হালিমের দোকানে কাজ করত। ঈদের দিন রাতে হাকিম দাবি করে, তার বাড়িতে চুরি হয়েছে।

সে আশরাফুলকে চুরির মিথ্যা অপবাদ দেয়। এর পর থেকে হাকিম ও তার লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে আসছিল।’

তিনি আরো বলেন, ‘গত মঙ্গলবার সে বাড়ি থেকে আশরাফুলকে তুলে নিয়ে গিয়ে মারপিট করে। এরপর আমার আরেক ভাই ছুরমান খান বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়।

হাকিম ও তার লোকজন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি এবং আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

নিহতের পরিবারের সদস্যরা বলেন, আশরাফুল ভালো মানুষ। তাকে চুরির মিথ্যা অপবাদ দেন হাকিম ও তার লোকজন। এ ঘটনার প্রতিবাদ করায় ছুরমানকে হত্যা করেছে হাকিম ও তার লোকজন। তাকে বিনা দোষে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের।

আরো পড়ুন
বিএনপি নেতার হাতে পৌরসভার হিসাবরক্ষক লাঞ্চিত, প্রতিবাদে মানববন্ধন

বিএনপি নেতার হাতে পৌরসভার হিসাবরক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন

 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর মডেল থানার ওসি মশাররফ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য
খুলনা

বাসা থেকে ডেকে নেওয়া হয় যুবককে, লাশ পাওয়া গেল মর্গে

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
বাসা থেকে ডেকে নেওয়া হয় যুবককে, লাশ পাওয়া গেল মর্গে

খুলনা জেলার রূপসা সেতু টোল প্লাজার পূর্বদিক থেকে বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তার নাম সাদ (২০)। তিনি নগরীর খালিশপুর থানাধীন ঝুড়িভিটা ফকির বাড়ির বাসিন্দা বাবলু ফকিরের ছেলে।

আরো পড়ুন

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিএসসি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিএসসি

 

পুলিশ জানায়, বুধবার (৯ এপ্রিল) রাত ৯ নয়টার দিকে বৈকালী থেকে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।

আরো পড়ুন

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

 

পরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন তারা।

বর্তমানে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ