দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। এতে চৈত্রের গরমের তীব্রতাও খানিকটা কমেছে গতকাল শুক্রবার। আগের দিন দেশের ১৫ জেলায় তাপপ্রবাহ থাকলেও গতকাল তা নেমে এসেছে সাত জেলায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবারও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। এতে চৈত্রের গরমের তীব্রতাও খানিকটা কমেছে গতকাল শুক্রবার। আগের দিন দেশের ১৫ জেলায় তাপপ্রবাহ থাকলেও গতকাল তা নেমে এসেছে সাত জেলায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবারও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
তবে আগামীকাল রবিবার ঢাকাসহ দেশের ছয় বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা খানিকটা কমতে পারে। কিছুটা স্বস্তি মিলতে পারে অস্বস্তিকর গরম থেকেও।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গতকাল শুক্রবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল (আজ) তাপপ্রবাহের বিস্তৃতি একই রকম থাকতে পারে বা কিছুটা বাড়তে পারে। তবে বাড়লেও খুব বেশি বৃদ্ধির আশঙ্কা নেই। বরং রবিবার থেকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ খুলনা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বাড়তে পারে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পরদিন সোমবার থেকে আবার কমতে পারে বৃষ্টি। এদিন শুধু ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে এক দিন বিরতি দিয়ে বুধবার থেকে আবার দেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আজ। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। তবে আগামীকাল রবিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপমাত্রা কমার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত।
কমেছে তাপপ্রবাহের বিস্তৃতি : বৃহস্পতিবার দেশের ১৫ জেলার ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে। তবে গতকাল শুক্রবার তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা উভয়ই কমেছে। দেশের সাত জেলায় মৃদু তাপপ্রবাহ ছিল গতকাল। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি অতিক্রম না করায় মাঝারি তাপপ্রবাহ ছিল না কোনো অঞ্চলেই।
সম্পর্কিত খবর
সাঁড়াশি অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার দিনভর মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন জাবেদ, রুবেল, মুরাদ, তাহিদুল, মিরাজ, সাম, মুনসুর, আরিফ, মন্টি পাটোয়ারী, জামিল, সজল, শোয়েব, মাহাফুজ, আরিফ ও রাশেদ।
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের অভিযোগে মামলা আছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) রেজাউল করিম মল্লিক বলেন, কাজী কেরামত আলীর বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে।
গরমে অধস্তন আদালতের এজলাসে (বিচারকক্ষে) শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এয়ার কন্ডিশনার-এসি) বসাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। গতকাল রবিবার তিনি এ অনুরোধ জানান। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, গরমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সংশ্লিষ্ট আইনজীবীদের কালো গাউন পরতে হবে।
গরমে কালো গাউন পরা নিয়ে গত ২৫ মার্চ বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।
গতকাল চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে বিষয়টি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। সুপ্রিম কোর্টের এই বিজ্ঞপ্তি অনুসারে ট্রাইব্যুনাল গরমে গাউন পরা শিথিল করবে কি না জানতে চান।
তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এখানে তো এসি আছে, তাই এখানে গাউন পরতে হবে। এসি থাকলে গাউন পরতে সমস্যা কী? তার পরও কেউ যদি গরমে গাউন পরতে অসুবিধা বোধ করেন, আমাদের বললে আমরা সেটি বিবেচনা করব।’
চেয়ারম্যান বলেন, ‘নিম্ন আদালতের প্রতিটি কোর্টে যেন এসি থাকে, সেই ব্যবস্থা করা উচিত। সেখানে বিচারপ্রার্থী, আসামি, আইনজীবীসহ অনেক মানুষের উপস্থিতি থাকে।
ট্রাইব্যুনালে এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানও উপস্থিত ছিলেন।
ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে গতকাল রবিবার খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে ঈদের আমেজ এখনো কাটেনি। প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন।
গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, কোনো কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে বেশির ভাগই উপস্থিত, আবার অনেক কক্ষে চেয়ার-টেবিল ফাঁকা পড়ে রয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। কোলাকুলি করছেন একে অপরের সঙ্গে।
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার অফিস খুলেছে, তবে অনেকেই ঐচ্ছিক ছুটি উপভোগ করছেন।
গত সোমবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।