ঈদের ছবি

মাল্টিপ্লেক্সে বাড়ছে কমছে ছবির শো, কারো উচ্ছ্বাস কারো অভিযোগের সুর

কামরুল ইসলাম
কামরুল ইসলাম
শেয়ার
মাল্টিপ্লেক্সে বাড়ছে কমছে ছবির শো, কারো উচ্ছ্বাস কারো অভিযোগের সুর
‘বরবাদ’

ঈদুল ফিতরে ছয়টি ছবি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সিঙ্গেল স্ক্রিন ছাপিয়ে সিনেমা ব্যবসার প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে মাল্টিপ্লেক্স। আধুনিক সুবিধাসম্পন্ন সেসব প্রেক্ষাগৃহে রমরমা চলছে ঈদের ছবি। মাল্টিপ্লেক্সের দর্শক বাড়ছে ক্রমে।

এ অগ্রগতির নেতৃত্বে স্টার সিনেপ্লেক্স। মাল্টিপ্লেক্স চেইন হিসেবে এরই মধ্যে প্রতিষ্ঠা পেয়েছে তারা। দেশজুড়ে তাদের আটটি শাখা রয়েছে। হল ও পর্দার সংখ্যা বেশি হওয়ার সুবাদে ঈদের সব ছবিই প্রদর্শন করছে তারা।
 কিন্তু প্রদর্শনীর সংখ্যা ও সময় নিয়ে আছে অভিযোগ।

দর্শকের অনাগ্রহের কারণে ঈদের তৃতীয় দিনেই ‘অন্তরাত্মা’ নামিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো এখনো চলছে। গতকাল স্টার সিনেপ্লেক্সে ‘বরবাদ’-এর শো ছিল ৪০টি, ‘দাগি’র ২৬টি, ‘জংলি’র ৭টি, ‘চক্কর ৩০২’-এর তিনটি ও ‘জ্বীন ৩’-এর দুটি।

এর মধ্যে ‘জংলি’, ‘চক্কর ৩০২’ টিমের অভিযোগ, দর্শকের চাহিদা থাকা সত্ত্বেও তাদের ছবির পর্যাপ্ত প্রদর্শনী দেওয়া হচ্ছে না। দুদিন আগে ‘বরবাদ’ নিয়ে শাকিব খানের ভক্তদের মুখেও একই অভিযোগের সুর শোনা গিয়েছিল। তবে গতকাল শোর সংখ্যা বাড়ানোয় ‘বরবাদ’ শিবিরে আনন্দ বিরাজ করছে।

আরো পড়ুন
‘আমার কাছে ক্ষমা চাইতে হবে’, ‘আলো আসবেই’ গ্রুপ প্রসঙ্গে আইরিনের হুঁশিয়ারি

‘আমার কাছে ক্ষমা চাইতে হবে’, ‘আলো আসবেই’ গ্রুপ প্রসঙ্গে আইরিনের হুঁশিয়ারি

 

‘জংলি’ নির্মাতা এম রাহিম বলেন, “আগামীকাল (আজ) পর্যন্ত সব শো হাউসফুল। দর্শক হলে গিয়ে টিকিট পাচ্ছে না।

বাধ্য হয়ে অন্য ছবি দেখছে। এর পরও ‘জংলি’র শো বাড়ানো হচ্ছে না। মিরপুরের সনি ও উত্তরা শাখায় শো ছিল, প্রতিটিই হাউসফুল গেছে। এর পরও এ দুটি শাখায় ‘জংলি’র শো দেওয়া হচ্ছে না। দর্শকদের জন্য ছবি বানিয়ে যদি তাদের দেখাতেই না পারি, তাহলে কী লাভ? চারদিকে দর্শকের আগ্রহ-হাহাকার দেখে নিজেরই খারাপ লাগছে। আমাদের প্রযোজক অভি ভাই সিনেপ্লেক্সের সঙ্গে বারবার কথা বলছেন, তারা আশ্বাস দিচ্ছে। কিন্তু ফলাফল তো দেখছি না।”

এম রাহিমের মতে, এই ঈদে ‘জংলি’ একমাত্র ছবি, যেটা পরিবারের ছোট-বড় সবাই মিলে দেখতে পারছে এবং পছন্দ করছে। বিশেষ করে শিশু-কিশোরদের মন জিতে নিচ্ছে ছবিটি। কিন্তু স্কুল-কলেজ চালু হয়ে গেলে তারা ছবিটি দেখার সুযোগ পাবে না। তাই বিষয়টি আমলে নিয়ে ‘জংলি’র শো ব্যবস্থাপনার আহ্বান জানিয়েছেন রাহিম।

আরো পড়ুন
‘যতই দেই তাদের খুশি করা যায় না’, গৃহকর্মী প্রসঙ্গে পরীমনির পাশে দাঁড়ালেন ন্যান্সি

‘যতই দেই তাদের খুশি করা যায় না’, গৃহকর্মী প্রসঙ্গে পরীমনির পাশে দাঁড়ালেন ন্যান্সি

 

সরকারি অনুদান নিয়ে ‘চক্কর ৩০২’ বানিয়েছেন শরাফ আহমেদ জীবন। ছবিটি দেখার পর সবাই ভূয়সী প্রশংসা করছেন। কিন্তু হল কিংবা প্রদর্শনী—কোনোটাই ঠিকঠাক পাচ্ছে না ছবিটি। জীবন বলেন, “যাঁদের দেখাতে পারছি, তাঁরা ভালো বলছেন। কিন্তু সবার কাছে তো ছবিটা নিয়ে যেতে পারছি না। পর্যাপ্ত হল পাইনি, শো যা পেয়েছি বা পাচ্ছি, সেগুলোর আবার টাইমিং সুবিধাজনক না। আসলে বাস্তবতা অনুযায়ী, প্রেক্ষাগৃহের চেয়ে ছবির সংখ্যা বেশি। আমি যেমন ‘চক্কর ৩০২’ ঈদে মুক্তি দিলাম, অন্যরাও চেয়েছেন তাঁদের ছবি ঈদে দিতে। ফলে একটা চাপ তো তৈরি হয়েছে। আমার ছবিটা হয়তো মসলাদার নয়, প্রচারণাও সেভাবে করা হয়নি। ফলে শুরুতে তেমন হাইপ ছিল না। কিন্তু এখন দর্শকের মুখে মুখে ছবিটার হাইপ তৈরি হচ্ছে, অথচ শো নেই! মাল্টিপ্লেক্সকে আর কী দোষ দেব, তাদের কাছে এটা ব্যবসা। সুতরাং কোন ছবি, কিভাবে, কখন চালাবে, সেটা তারা জানেন। কিন্তু শুরুতে আমার ছবির ২১টি শো ছিল, সেটা এখন ৪-এ চলে এলো! এটা আমি কাকে বলব? এসব আক্ষেপের সঙ্গে আশার কথা বলি, দর্শক ছবি দেখছে। ভালো ছবির দর্শক তৈরি হচ্ছে। এই দর্শকের কথা ভেবে যেন মাল্টিপ্লেক্সগুলো ছবির শো বরাদ্দ দেয়, এটুকুই চাই।”

এসব অভিযোগের বিপরীতে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “ঈদের সব ছবি ভালো যাচ্ছে। প্রায় সাত-আট মাস পর প্রেক্ষাগৃহ জমে উঠেছে। এভাবে মাসখানেক চলবে বলে আশা করছি। ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, এমনকি ‘চক্কর ৩০২’ ছবিটাও দর্শক দেখছে। শোসংখ্যা দিয়ে আসলে ছবি জাজ করা যাবে না। শো বাড়বে, কমবে— এটাই স্বাভাবিক। বড় ছবি কিংবা জনপ্রিয় তারকার ছবির শো বেশি হবে, আবার দর্শকের চাহিদার ওপর নির্ভর করে সেটা বাড়বে-কমবে; এভাবেই চলে। এটা আমাদের বিজনেস পলিসি অনুযায়ী সাজানো হয়। সব কিছু তো খোলাসা করা সম্ভব না। তবে এটুকু বলতে পারি, আমরা সব ছবিকেই সুযোগ দিই। এই যে ‘চক্কর ৩০২’ তুলনামূলক স্বল্প পরিসরের ছবি, কিন্তু ভালো ছবি তো। তাহলে এটাকে কি আমরা শো দেব না? না দিলে তারা উৎসাহ পাবে কিভাবে? ছোট-বড় সব ছবিকেই আমরা শুরু থেকে উৎসাহ দিয়ে আসছি। তবু ইন্ডাস্ট্রির অনেকে আমাদের ওপর নাখোশ। এ নিয়ে আসলে বেশি কিছু বলারও নেই।”

আরো পড়ুন
পরকীয়া বন্ধে যে আইন করতে চান অপু বিশ্বাস

পরকীয়া বন্ধে যে আইন করতে চান অপু বিশ্বাস

 

ঈদ উৎসবে পর্যাপ্ত বাংলা ছবি থাকার পরও হলিউডের ছবি চালানো হচ্ছে। এ নিয়েও রয়েছে অনেকের অভিযোগ। বিষয়টি নিয়ে মেসবাহর ব্যাখ্যা, “দেখুন, আমরা দর্শকের কথা ভেবে শো রাখি। বাংলার পাশাপাশি বিদেশি ছবির মাধ্যমেই তো সিনেপ্লেক্সের দর্শক তৈরি হয়েছে। তাহলে যারা হলিউডের ছবি দেখতে চায়, তাদের কথা ভাবব না? সে জন্য অল্প কিছু শো রাখি। আবার দর্শকের সমাগম না হলে ঘুরেফিরে বাংলা ছবিকেই সেটা বরাদ্দ দিই। গত বছর ‘তুফান’-এর দাপটে হলিউডের ছবিও তো টিকতে পারেনি। এবারও তা-ই হচ্ছে। যেহেতু এটা একটা ব্যাবসায়িক প্রতিষ্ঠান, আমরা গ্রাহকের জন্য সব অপশন খোলা রাখতে চেষ্টা করি।”

এদিকে ঢাকার আরেকটি মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাসে চলছে পাঁচটি ছবি। সেখানেও বেশির ভাগ শো ‘বরবাদ’-এর দখলে। প্রতিষ্ঠানটির কর্ণধার মির্জা আব্দুল খালেক বলেন, “খুব ভালো যাচ্ছে ছবিগুলো। বিশেষ করে ‘বরবাদ’ দারুণ চলছে। এ জন্য এই ছবির শো বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন সাতটি শো চলছে। আর ‘দাগি’র চারটি, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’-এর দুটি করে শো চালানো হচ্ছে। দর্শকের আগ্রহের ওপর নির্ভর করে নিয়মিত শো বাড়ানো-কমানো হয়।” 

মাল্টিপ্লেক্স হিসেবে জনপ্রিয়তা পেয়েছে ব্লকবাস্টার সিনেমাসও। গতকাল এই প্রেক্ষাগৃহে ‘বরবাদ’-এর প্রদর্শনী ছিল ১০টি। এ ছাড়া ‘দাগি’র পাঁচটি, ‘জংলি’র তিনটি ও 'চক্কর ৩০২’-এর তিনটি প্রদর্শনী হয়েছিল।

মন্তব্য

সম্পর্কিত খবর

এবারের মেট গালায় শাহরুখ ‘চমক’!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এবারের মেট গালায় শাহরুখ ‘চমক’!
সংগৃহীত ছবি

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা-য় ইতিহাস তৈরি করতে যাচ্ছেন শাহরুখ খান। তার ম্যানেজার পূজা দাদলানির এক ইঙ্গিতেই জল্পনার সূত্রপাত। শাহরুখ এই মুহূর্তে তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত। উপরন্তু আইপিএল-এর মৌসুমে শাহরুখের আলাদা ব্যস্ততা থাকে।

এমন আবহেই বলিপাড়ার অন্দরে কানাঘুষা, মেট গালার রেড কার্পেটে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হাঁটবেন বলিউড বাদশা। 

জল্পনার সূত্রপাত, ‘ডায়েট সব্য’র অ্যাকাউন্টের একটি পোস্ট থেকে। যেখানে লেখা- “অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় বিনোদুনিয়ার দুই মহীরুহ এবার নিজেদের শৈল্পিক দক্ষতার মেলবন্ধন ঘটাতে চলেছে।

একজন বলিউডে সেরা সুপারস্টার, অন্যজন ভারতের বর্তমান প্রজন্মের সব থেকে বড় ফ্যাশন ডিজাইনার। ২০২৫ সালের মেট গালার জন্য জুটি বাঁধতে চলেছেন তাঁরা। আর এই বলিউড আইকন নিজের কেয়ারলেস সাজপোশাক নিয়ে এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছেন।” 

Shah Rukh Khan pic ahead of IIFA event grabs fans' attention - India Today

ক্যাপশনে উল্লেখ- ‘এবারের মেট গালা উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

’ ব্যস এরপর থেকেই শাহরুখের মেট গালায় যোগ দেওয়ার গুঞ্জন শুরু। তবে সেই জল্পনায় ঘৃতাহূতি পড়ে পোস্টে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির এক লাইকে! 

গতবার সব্যসাচীর পোশাকে রেড কার্পেটে মাতিয়েছিলেন আলিয়া ভাট। এবার কি তবে শাহরুখ খানের পালা? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। যদিও এমন জল্পনায় এখনো কোনও প্রতিক্রিয়া দেননি শাহরুখ। 

ভারতীয় সুন্দরীরা বেশ অনেক বছর আগে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন।

২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট দেশটিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। 

প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। 

মন্তব্য

দুই সিনেমা থেকে বাদ, অভিনয় ছাড়ার ঘোষণা নেহার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
দুই সিনেমা থেকে বাদ, অভিনয় ছাড়ার ঘোষণা নেহার
নিদ্রা নেহা

অনৈতিকতার অভিযোগ এনে হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। সেই সঙ্গে জানিয়েছেন, শোবিজের নোংরা পরিবেশের আর অংশ থাকতে চান না তিনি। 

কালের কণ্ঠকে নেহা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দুটি সিনেমা থেকে তাকে অনৈতিকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে সিনেমা দুটি নিয়ে সরাসরি কিছুই বলতে চাননি তিনি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ একদিনের শুটিং করেছিলেন নেহা। কিন্তু তারপরেই তাকে এ সিনেমাটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এছাড়া আসন্ন ঈদে অন্য আরেক পরিচালকের আরেকটি সিনেমাতেও কাজ করার কথা ছিল তার। সবকিছু চূড়ান্ত থাকার পরেও সেই সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়।

সব মিলিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান নেহা। এ কারণে হাতে থাকা কাজগুলোর প্রতি মনোযোগ দিতে পারছেন না।

May be an image of 1 person, smiling and tree

সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে এই অভিনেত্রী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে মেধা আর পরিশ্রমকে মূল্যায়ন করা হয় না। জনপ্রিয়তা, ফলোয়ার কিংবা সিন্ডিকেটের অংশ হলেই পাওয়া যায় কাজের মূল্যায়ন।

আমি সব সময় শিল্প, সংস্কৃতি, অভিনয়—এসবের সঙ্গেই জড়িত থাকতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমার অভিনয়ের প্রতি যে ভালোবাসা ছিল তা প্রতিনিয়ত অন্যায় আর অবমূল্যায়নের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আর এই নোংরা পরিবেশের অংশ হতে চাই না।’

পরিশ্রম করলেও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না উল্লেখ করে নেহা লেখেন, ‘গত ৫ বছর ধরে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে পরিশ্রম করেছি। কিন্তু যেসব অন্যায় আমার সঙ্গে হয়েছে, তার কারণে এখন কোনো কাজেই নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না।

এই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে আমার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এখানে বেশির ভাগ ক্ষেত্রেই মেধা আর পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া হয় না। যারা পেশাদার, যোগ্য, নিষ্ঠাবান এবং কাজের প্রতি আন্তরিক, তাদের ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। শুধু তাদের জনপ্রিয়তা বা ফলোয়ার কম বলে, বা তারা কোনো সিন্ডিকেটের অংশ নয় বলে। কখনো তারা নতুন বলে, কখনো প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণে, তারা চাপা পড়ে যায়। আমি সবসময় মন থেকে কাজ করতে চেয়েছি, সততা আর ভালোবাসা দিয়ে কাজ করেছি। কিন্তু এসব জিনিস এখানে খুব একটা মূল্য পায় না।’ 

May be an image of 1 person

উল্লেখ্য, ২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে শোবিজ যাত্রা শুরু করেছিলেন নিদ্রা নেহা। বিজ্ঞাপনে কাজ করার পর তার অভিনয়ে অভিষেক হয় ২০২৩ সালে গৌতম কৌরীর ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ দিয়ে। এরপর বেশ কিছু নাটক ও সিরিজে দেখা গেছে তাকে। গেল বছরে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। 

মন্তব্য

পাহাড়ে মজেছেন ফারিণ!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
পাহাড়ে মজেছেন ফারিণ!
সংগৃহীত ছবি

ব্যস্ততা কমিয়ে মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবন উপভোগ করতে দেশের বাইরে পাড়ি জমান তাসনিয়া ফারিণ। এবার ঈদের আগে ছুটি পেয়েই ছুটে যান যুক্তরাজ্যে। সেখানে নিজের মতো করে সময় কাটান তিনি।  

যুক্তরাজ্যে যাওয়ার বিশেষ একটি কারণও আছে তার।

বার্মিংহাম শহরে বাস করেন তার স্বামী শেখ রেজওয়ান। তা ছাড়া ফারিণের মামা-মামিও থাকেন সেখানেই। তাইতো তার সামাজিক মাধ্যমেও যুক্তরাজ্যে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্তের ছবি ভেসে বেড়ায়।

May be an image of 1 person and Arthur's Seat

সম্প্রতি সামাজিক মাধ্যমে নানা মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ফারিণ।

যা দেখে বোঝা যায়, বিলেতি পাহাড়ে মন মজেছে তার। শুধু তাই নয়, একটি লেকের ধার থেকেও নিজেকে ধরা দেন ফারিণ। 

এবার ঈদে মাত্র একটি কাজ এসেছে তাসনিয়া ফারিণের। ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’।

প্রাসঙ্গিক
মন্তব্য

মডেল মেঘনাকে হেফাজতে নেওয়ার কারণ জানাল ডিএমপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মডেল মেঘনাকে হেফাজতে নেওয়ার কারণ জানাল ডিএমপি

গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটনোর অপচেষ্টার অভিযোগে মডেল মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মেঘনা আলমের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগ রয়েছে। এ নিয়ে মেঘলা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে।

আরো পড়ুন
নববর্ষে অল্প খরচে ঘর সাজানোর সহজ উপায়

নববর্ষে অল্প খরচে ঘর সাজানোর সহজ উপায়

 

পুলিশের এই কর্মকর্তা বলেন, মেঘনা দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

এমন অভিযোগ পেয়ে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।

মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। বলেন, তার (মেঘনা আলম) আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে।

জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমকে ডিটেনশন আইনে গতকাল বৃহস্পতিবার ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরো পড়ুন
সাভারে আবারও বাস যাত্রীদের মোবাইল ফোন-স্বর্ণালংকার লুট

সাভারে আবারও বাসযাত্রীদের মোবাইল ফোন-স্বর্ণালংকার লুট

 

ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

ওই আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলাপরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ থেকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হয়েছে।

আরো পড়ুন
সাবেক প্রেমিকার ওপর অভিনব প্রতিশোধ নিলেন পশ্চিমবঙ্গের এক যুবক

সাবেক প্রেমিকার ওপর অভিনব প্রতিশোধ নিলেন পশ্চিমবঙ্গের এক যুবক

 

গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার ‘দরজা ভেঙে’ পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পরিবেশকে রক্ষা করতে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য বানিয়ে এবং তা বিক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করে নারীদের স্বাবলম্বী করার প্রচেষ্টায় মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার এ আয়োজন করা হয়।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ