চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
সংগৃহীত ছবি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে লাগাতর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত কর্মী সম্মেলন থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বিএসপির সভাপতি আশীষ কুমার দাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক অশোক তরু। বিএসপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়ের সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি মনিন্দ্র কুমার নাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সুরঞ্জন ঘোষ, বিএসপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট লিটন বনিক ও প্রাণতোষ তালুকদার, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রদীপ কান্তি দে, সাংবাদিক শ্যামল কান্তি নাগ, জয়পুরহাট প্রতিনিধি বন্ধনা রানী মণ্ডল, চট্টগ্রাম প্রতিনিধি অজয় ভট্টাচার্য্য, নোয়াখালী প্রতিনিধি জয়ন্ত কুমার ভৌমিক, অনিল সাধু প্রমুখ।

সভাপতির বক্তব্যে আশীষ কুমার দাশ বলেন, সারাদেশে হিন্দুদের ওপর নির্যাতন-নিপীড়ন চলছে। তাদের ভূমি ও মন্দির জোরপূর্বক দখল করা হচ্ছে। বর্তমানে হিন্দু মালিকদের ২৬ লাখ একর জমি বেদখল আছে। যেখানে অন্য ধর্মের উপাসনালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

রাজনৈতিক কারণেই বছরের পর বছর এটা করা হচ্ছে।

তিনি আরো বলেন, যত নির্যাতন নিপীড়ন চলুক না কেন, কেউ দেশ ছেড়ে যাবেন না। আমরা এই দেশের ভূমিপুত্র। আমরা আমাদের বাপ-দাদার মাটি ছাড়বো না।

বরং সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবো।

অধ্যাপক অশোক তরু বলেন, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত সনাতন সম্প্রদায়ের বাড়ি-ঘর-মন্দির ভাঙচুর, সম্পদ লুণ্ঠন, হত্যা, গুম, খুন, ধর্ষণ, ধর্মান্তরিত ও ধর্মীয় অবমাননার অজুহাতে হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কিন্তু একটি ঘটনারও সঠিক বিচার পাওয়া যায়নি। বরং উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর যখন সকল অপচেষ্টার বিরুদ্ধে হিন্দুরা রুখে দাঁড়িয়েছে, তখন সনাতনী সম্প্রদায়ের কাণ্ডারি চিন্ময় প্রভুকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

অনেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে।

অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তিসহ সনাতনী জাগরণ জোটের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।

তিনি বলেন, দাবি না মানলে রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। যে আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে যাবে। তিনি আরো বলেন, বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের কোন বন্ধু নেই। বরং তাদেরকে অতীতে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। ভোটব্যাংক নষ্ট হওয়ার আশঙ্কায় বিগত সরকার সনাতনী পার্টিকে নিবন্ধন দেয়নি। বৈষম্যের শিকার সনাতনীদের মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

কর্মী সম্মেলনে বলা হয়, অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে। সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। সারাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন চলছে, এটা বন্ধ করতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করে অচিরেই জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্যান্য প্রতিনিধিদের মুক্তি দিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

এবার নতুন দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এবার নতুন দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন

দীর্ঘদিন কারাভোগ করে মুক্তি পাওয়া ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবার রাজনীতিতে নামছেন। তার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) দলের আত্মপ্রকাশের কথা রয়েছে। তার দলের সদস্যসচিব হিসেবে থাকবেন ভিপি নুরের গণ অধিকার পরিষদ থেকে বিদায় নেওয়া ফাতিমা তাসনিম।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য থেকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন তিনি।

আরো পড়ুন
লন্ডনের মায়া ছেড়ে কোটিপতিরা পাড়ি জমাচ্ছেন এশিয়া ও যুক্তরাষ্ট্রে

লন্ডনের মায়া ছেড়ে কোটিপতিরা পাড়ি জমাচ্ছেন এশিয়া ও যুক্তরাষ্ট্রে

 

ডেসটিনি গ্রুপের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর হোটেল শেরাটন (বনানী) নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দলের এক শুভেচ্ছ বার্তায় বলা হয়, ‘অপার সম্ভাবনাময়ের দেশ বাংলাদেশ আজ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

জুলাই ২৪-এর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে, মহান শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, সূচনা হয়েছে নতুন রাজনৈতিক ধারা। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মহান শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনআকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধতায় গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে আমরা নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। আত্মপ্রকাশের শুভ এই দিনে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।’

আরো পড়ুন
আরো ৭ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিব ও আ. লীগ নেতার নাম বাদ

আরো ৭ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিব ও আ. লীগ নেতার নাম বাদ

 

উল্লেখ্য, ডেসটিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক।

অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি কারামুক্তি পান।

প্রাসঙ্গিক
মন্তব্য

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

আজ মঙ্গলবার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সৌজন্য সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়ন ও ৮ সদস্য রাষ্ট্র স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এদিকে তাসনিম জারা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও ৮টি সদস্য রাষ্ট্র স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত।’

মন্তব্য

গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে সংকট বাড়াবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে সংকট বাড়াবে
সংগৃহীত ছবি

গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটারপ্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩ শতাংশ বৃদ্ধির সরকারের সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তারা বলেছেন, গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে সংকট বাড়াবে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই দাবি জানান।

নেতারা বলেন, গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি একদিকে জনজীবনের সংকট বাড়াবে, অপরদিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্প বিশেষ করে ক্ষুদ্র শিল্পে নতুন সংকট তৈরি করবে, উৎপাদন খরচ বৃদ্ধি জনগণের ঘাড়েই চাপানো হবে। তারা আরো বলেন, ভোজ্য তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণের খরচ বাড়াবে। একই সঙ্গে সিন্ডিকেট ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির প্রবণতাকে প্রশ্রয় দেওয়া হবে।

বিবৃতিতে নেতারা বলেন, অর্ন্তর্বতীকালীন সরকার অতীতের সরকারের ধারাবাহিকতায় মুক্তবাজার অর্থনীতির ধারা অব্যাহত রেখে চলেছে, যা সাধারণ মানুষের স্বার্থবিরোধী। গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে জনজীবনের শান্তি নিশ্চিত করার দাবি জানান নেতারা।

মন্তব্য

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির আরো ৮ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির আরো ৮ নেতা বহিষ্কার
সংগৃহীত ছবি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আরো আট নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বহিষ্কৃত নেতারা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আছিনুর রহমান আনিছ, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্যসচিব আবুল কালাম সিকদার।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে, বলে বিবৃতিতে জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ