ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার। এ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি (বিজেপি)সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আরো পড়ুন
কাপাসিয়ায় অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল নারীর
খোঁজ নিয়ে জানা যায়, কর্মসূচি সফল করতে সকাল থেকে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সব দলের নেতাকর্মীরা শহরের কালিনাথ বাজার এলাকায় জমায়েত হতে থাকেন। এ সময় ভোলা শহরের কালিনাথ বাজার, মোল্লাপট্টি, সদর রোড, বাংলাস্কুল মোড়, নতুন বাজারসহ পুরো শহর লোকে লোকারণ্য হয়ে যায়।
কর্মসূচিটি সফল করতে গত কয়দিন ধরে ভোলার বিভিন্ন মসজিদসহ সব ইউনিয়নের হাটবাজারে প্রচারণা চালানো হয়। ভোলার বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধে গঠন করা হয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা।
তাদের ব্যাপক প্রস্তুতিতে শহরে জনস্রোত ছড়িয়ে পড়ে। হাটখোলা মসজিদ চত্বরে তৈরি করা হয় মঞ্চ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় বর্বর দখলদার ইসরাইলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা, বোমা বর্ষণ, রাসায়নিক হামলা চালিয়ে আসছে। এ অমানবিক সহিংসতা ও নির্বিচারে গণহত্যার শিকার নিরীহ মুক্তিকামী ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশু।
ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের ওপর যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। এবারের গণহত্যা যেন কফিনের শেষ পেরেক। ফিলিস্তিনিদের হত্যা ও বিতাড়িত করার মাধ্যমে মূলত মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাসহ ফিলিস্তিনের পবিত্র ভূমি দখলই মার্কিন-ইহুদি চক্রের মূল লক্ষ্য।
আরো পড়ুন
কুমিল্লায় মহাসড়ক অবরোধ করলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা
তারা আরো বলেন, দখলদার ইসরাইলের এ বর্বরতার প্রতিবাদে ফুসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের উপর যে নৃশংসতা চালানো হচ্ছে এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। গাজায় বাড়িঘর, স্থাপনা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ ইত্যাদি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানবিক করিডোরে হামলা এবং জরুরী স্বাস্থ্যসেবা কাঠামো ধ্বংসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সভ্যতার চরম অবক্ষয়। তাই এখনই সময় মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর।
গাজায় যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও ধ্বংসযজ্ঞ সংগঠিত হচ্ছে এই নিষ্ঠুরতার প্রতিবাদ ও মজলুম ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এখান থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, ফিলিস্তিনের এ গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাই। প্রয়োজনে আমরা মুসলিম মজলুমদের পক্ষে জালিমের বিপক্ষে জান ও মাল নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’
আরো পড়ুন
ডেসটিনির রফিকুলের দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মো. মোতাছিম বিল্লাহ, জামায়াতে ইসলামী ভোলা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামি আন্দোলনের জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারি মাওলানা মো. বশির উদ্দিন, হেফাজতে ইসলামের ভোলা জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মো মিজানুর রহমান আজাদী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহসভাপতি মুফতি আহাম্মদ উল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, জমিয়াতুল মোদাররেছীনের জেলা সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী, বেফাকুল মাদারেসিল আরাবিয়ার জেলা সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর সদর উপজেলার আমির মাওলানা মো. কামাল হোসেন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মীর মো. বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মো. আব্বাস উদ্দিন, ইসলামি ঐক্য আন্দোলনের জেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম খান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের জেলা সভাপতি মাওলানা মো. আমির হোসেন, বেফাকের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ইসরাফিল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহর জেলা সেক্রেটারি মাওলানা মো. সাইফুল ইসলাম, আঞ্জুমানে মুফিদুল ইসলামের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. বনী আমিন, দাওয়াত ও তাবলিগের জেলা প্রতিনিধি ডা. সাখাওয়াত হোসেন তামিম, ছাত্র প্রতিনিধি রাহিম ইসলাম, কাওমি ছাত্র ঐক্য পরিষদের জেলা সভাপতি মাওলানা মো. জিয়াউর রহমান ফারুকী, গনঅধিকার পরিষদের মো. শহিদুজ্জামান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার জেলা সভাপতি তাদিক আহমাদ তাজিম।