মাসের শেষ দিনে এসে আজ শুক্রবার সারা দেশেই কুয়াশার ঘনত্ব ও ব্যাপ্তিকাল কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার এই ধরন অব্যাহত থাকতে পারে আগামী রবিবার পর্যন্ত। ঘন কুয়াশায় বিমান, নৌ ও সড়ক যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
সেই সঙ্গে আজ ও আগামীকাল শনিবার দেশের কিছু অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা বলছেন, কুয়াশা, বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সূর্যের আলোর প্রাপ্যতা কমতে পারে কোথাও কোথাও। এতে এসব অঞ্চলে দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘রাতে কুয়াশা বেশি থাকলে তাপমাত্রা বেড়ে যায়। আবার দিনে কুয়াশার আধিক্য থাকলে তাপমাত্রা কমে শীত বাড়ে।
ফলে যেসব অঞ্চলে কুয়াশা বেশি থাকবে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেসব অঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে আগামী সোমবার থেকে আবার রাতের তাপমাত্রা কমতে পারে।’
বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে আরেক আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা তেমন উল্লেখযোগ্য কিছু না। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কোথাও নাও হতে পারে।
এতে তাপমাত্রা তেমন হয়তো কমবে না। তবে যেসব অঞ্চলে বৃষ্টি হবে বা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেসব অঞ্চলে দিনের বেলা শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।’