ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার নিন্দা ডিআরইউর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার নিন্দা ডিআরইউর
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পাশাপাশি জাতিসংঘ ও ওআইসিসহ সারা বিশ্বের সব মানুষকে ইসরায়েলের এই গণহত্যা বন্ধের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘ইসরায়েলের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্বের অসংখ্য দেশ, এমনকি যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের এই নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে।

ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে হবে। সে জন্য মুসলিম দেশসহ বিশ্বের সব মানুষকে এগিয়ে আসতে হবে। ডিআরইউ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যা ও হামলার প্রতিবাদ জানাচ্ছে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে।’

জাতিসংঘ ও ওআইসিকে এই গণহত্যার বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, ‘জাতিসংঘ ও ওআইসি আসলে কী করছে? তারা যদি ফিলিস্তিনের পেছনে দাঁড়িয়ে কোনো কার্যকর ব্যবস্থা নিত, তাহলে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হতো না।

উল্লেখ্য, গতকাল রবিবার অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সপ্তম কার্যনির্বাহী কমিটির সভায় এই নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। সভায় সহসভাপতি গাজী আনোয়ারের পরিচালনায় ইসরায়েলি হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা
সংগৃহীত ছবি

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় ‘রাইড ফর প্যালেস্টাইন’ স্লোগানে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও ধানমণ্ডি ৩২ হয়ে আবারও সংসদ ভবনের সামনে এসে শেষ হয়েছে।   

আরো পড়ুন
নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

 

বাংলাদেশ ভেসপা কমিউনিটির অ্যাডমিন দিদারুল ইসলাম সুজন জানান, ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শোভাযাত্রাটি বের করা হয়েছে। হাজার হাজার মানুষ এ শোভাযাত্রায় স্কুটার, ভেসপা, মোটরসাইকেল, বাইসাইকেল ও গাড়ি নিয়ে অংশ নেন।

 

তিনি বলেন, বাংলাদেশের যত টু হুইলার্স গ্রুপ, ফোর হুইলার্স গ্রুপ আছে, সবাই মিলে শোভাযাত্রায় অংশ নিয়েছি।

মিছিলে অংশ নেওয়া রাইডাররা বলেন, রাইড ফর প্যালেস্টাইন মানবতার জন্য আজকে এক হওয়া। জাতি, ধর্ম, শ্রেণি-নির্বিশেষে আমরা যারা সাইক্লিং, মোটরসাইক্লিং, স্কুটার বা গাড়ি চালাই, তাদের সবাই এক হওয়াই মূল উদ্দেশ্য।
 

মন্তব্য

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরিফ ম্যানশন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

আরো পড়ুন
ঢাকায় তাপমাত্রা কমতে পারে

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

 

যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর : এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও : বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে।

শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি পাঁচ টাকা। এ ছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

শিশু একাডেমি জাদুঘর : শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।


রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে শিগগিরই অভিযান : ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে শিগগিরই অভিযান : ডিএনসিসি
সংগৃহীত ছবি

দখল হওয়া পাবলিক স্পেস শিগগিরই উদ্ধার করতে অভিযান চালাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে রাজধানীর মধুবাগ কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-৩ এর বাসিন্দাদের সাথে গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খাস জমি উদ্ধার করে ছোট ছোট পাবলিক স্পেস গড়া হবে। খেলার মাঠ ও পার্কগুলো সার্বক্ষণিক তদারকিতে থাকবে, অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না।

এলাকাবাসীর অংশগ্রহণে তদারকি কমিটি গঠন করা হবে।

আরো পড়ুন
প্রায় ৩০ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগ, যমুনার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৩০ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগ, যমুনার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

 

প্রশাসক জানান, ফুটপাত-রাস্তায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে কঠোর অভিযান চালানো হবে। প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ডিএমপি ইতোমধ্যে ‘ট্র্যাপার’ বসানো শুরু করেছে।

প্রশাসক এজাজ বলেন, মশক ও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দিষ্ট দায়িত্ব প্রকাশ করা হবে ডিএনসিসির ওয়েবসাইটে।

দায়িত্বে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। ‘সবার ঢাকা’ অ্যাপ চালু হলে নাগরিকরা সহজেই অভিযোগ জানাতে পারবেন।

গণশুনানিতে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে মশার উৎপাত, ফুটপাত বেদখল, স্ট্রিট লাইট সচল না থাকা, জলাবদ্ধতা, খাল উদ্ধার, ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, খেলার মাঠ ও সড়ক মুক্ত করার দাবি করেন স্থানীয়রা।

গণশুনানিতে ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

নববর্ষ উদযাপন নস্যাতের ষড়যন্ত্র রুখতে ৫ দাবি জাতীয় কবিতা পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নববর্ষ উদযাপন নস্যাতের ষড়যন্ত্র রুখতে ৫ দাবি জাতীয় কবিতা পরিষদের
ছবি : কালের কণ্ঠ

সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে ‘সংস্কৃতি রক্ষা অভিযান’ গড়ে তোলাসহ পাঁচটি দাবি জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন নস্যাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনের শুরুতে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

এ সময় বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য কবি মতিন বৈরাগী, সহসভাপতি শহীদু্ল্লাহ ফরায়েজী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা, কবি এ বি এম সোহেল রশিদ, কবি শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক নূরন্নবী সোহেল প্রমুখ।

আরো পড়ুন
মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

 

লিখিত বক্তব্যে মোহন রায়হান বাংলা নববর্ষকে দেশের অন্যতম প্রাণের উৎসব মন্তব্য করে বলেন, “এটি শুধুমাত্র একটি ক্যালেন্ডার বছরের সূচনা নয়, এটি হাজার বছরের বাঙালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার বহিপ্রকাশ। এই সর্বজনীন আনন্দঘন-উৎসব আজ একটি পরিকল্পিত ষড়যন্ত্রের নিশানায়। কিছু গোষ্ঠী—যারা ইতিহাস অস্বীকার করে, যারা সাম্প্রদায়িক মতাদর্শকে সাংস্কৃতিক চেতনার ওপর চাপিয়ে দিতে চায়—তারা দীর্ঘদিন ধরে বাংলা নববর্ষকে ‘অনৈসলামিক’ বা ‘বিদেশি সংস্কৃতি’র অপপ্রচার বলে চালিয়ে যাচ্ছে।

যা মোটেও সঠিক নয় বরং ইতিহাস বিকৃতি ও ধর্মীয় অপব্যাখ্যা।” এই উৎসবের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও মন্তব্য করা হয় লিখিত বক্তব্যে।

সংবাদ সম্মেলন থেকে সরকার ও জনগণের কাছে পাঁচটি দাবি ও আহ্বান তুলে ধরে কবিতা পরিষদ। সেগুলো হলো : নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যেকোনো ষড়যন্ত্র বা সহিংসতার আশঙ্কা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে ও গণমাধ্যমে বাংলা নববর্ষের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা, ধর্মীয় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে দেশব্যাপী ‘সংস্কৃতি রক্ষা অভিযান’ গড়ে তোলা এবং সাহস ও সচেতনতার মাধ্যমে নববর্ষ নিয়ে যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেওয়া।

আরো পড়ুন
চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা

চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা

 

বাংলা নববর্ষের ইতিহাস তুলে ধরে কবি মোহন রায়হান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া ‘শোভাযাত্রা’ আজ ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। কিন্তু কিছু গোষ্ঠী এটিকে মূর্তিপূজা আখ্যা দিয়ে কটূক্তি করছে। বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও গোপন গ্রুপে নববর্ষ উদ্যাপনকে ঘিরে উসকানিমূলক কনটেন্ট ছড়ানো হচ্ছে। এটি শুধু মতপ্রকাশ নয়, সাংস্কৃতিক জঙ্গিবাদের সূক্ষ্ম রূপ। এ সময় অতীতে বিভিন্ন সময়ে নববর্ষ উৎসবে হওয়া হামলার বিষয়টি উলে­খ করে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সরকারের পক্ষ থেকে এবারের নববর্ষ উদযাপনের আয়োজনে বাঙালিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীকে তাদের জাতিসত্ত্বাকে ধারণ করে যেভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে তার প্রশংসা করেছেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। তিনি বলেন, ‘একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

এবারের নববর্ষের শোভাযাত্রায় ফিলিস্তিনের নির্যাতনের শিকার মানুষের পক্ষে জাতীয় কবিতা পরিষদ ফিলিস্তিনের পতাকা বহন করবে বলে সংবাদ সম্মেলনে জানান জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজা উদ্দীন স্টালিন। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যারাই কাজ করবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ