১২ এপ্রিল ঢাকার রাজপথে থাকবেন আজহারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
১২ এপ্রিল ঢাকার রাজপথে থাকবেন আজহারি
সংগৃহীত ছবি

গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন আলোচিত ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারি। 

সোমবার এক ভিডিও বার্তায় প্রতিবাদ জানানোর পাশাপাশি আগামী ১২ এপ্রিল ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজায় নিজের অংশগ্রহণের কথা জানান তিনি।

ভিডিও বার্তায় আজহারি বলেন, ‘আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি হবে। আমি সশরীরে ওই কর্মসূচিতে অংশ নেব।

আসুন, আমরা সবাই মিলে, সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই।’

আরো পড়ুন
মার্চ ফর গাজায় অংশ নেবেন মাহমুদ উল্লাহ

মার্চ ফর গাজায় অংশ নেবেন মাহমুদ উল্লাহ

 
প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

‘বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের দণ্ডাদেশ সরকারের জন্য লজ্জার’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের দণ্ডাদেশ সরকারের জন্য লজ্জার’
মেঘনা আলম। সংগৃহীত ছবি

মডেল মেঘনা আলমকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মেঘনাকে বাসা থেকে জবরদস্তিমূলকভাবে তুলে নিয়ে নিবর্তনমূলক কালো আইনে সাজা দিয়ে জেলে পাঠানোর ঘটনা বিগত ফ্যাসিবাদী দুঃশাসনকে মনে করিয়ে দেয়। এই ঘটনা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন ও অন্তর্বর্তী সরকারের জন্য লজ্জার। ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এই ধরনের নিপীড়ন কোনোভাবেই বরদাশত করা যাবে না।

তিনি বলেন, ৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী সব কালাকানুন বাতিল করা গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ দাবি। এসব কালাকানুন বাতিলের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য গড়ে উঠেছে। এখন দুই দশক পর একজন নারীর বিরুদ্ধে এই আইনের অপপ্রয়োগ কেন- কিভাবে করা হয়েছে, তার পরিষ্কার ব্যাখ্যা দরকার। 

আরো পড়ুন
ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদলেন লাখো মানুষ

ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদল লাখো মানুষ

 

তিনি আরো বলেন, ‘মেঘনা কোনো অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ না দিয়ে যেভাবে সাজা দেওয়া হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের জন্যই লজ্জার কারণ হয়ে উঠেছে। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।’

গণতন্ত্র মঞ্চের অন্যতম সংগঠক সাইফুল হক বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্বরিত গতিতে বিতর্কমূলক পদক্ষেপ নিয়েছে। অথচ দেশের নাগরিক মেঘনা আলমের অধিকার রক্ষায় সরকার কোনো পদক্ষেপই গ্রহণ করেনি।

’ 

তিনি অনতিবিলম্বে নিবর্তনমূলক বিশের ক্ষমতা আইনে অন্তরীণ মেঘনা আলমের মুক্তি এবং ৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য
‘মার্চ ফর গাজা’

সালাহউদ্দিনের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সালাহউদ্দিনের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিকেল ৩টায় মূল কর্মসূচি শুরু হয়। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত।

এরপর ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আরো পড়ুন
ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান, বিরোধিতা ওয়াকফ সংশোধনীর

ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান, বিরোধিতা ওয়াকফ সংশোধনীর

 

মূল স্টেজে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, মাওলানা মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ, আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি প্রমুখ।

মন্তব্য

নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে : ফারুক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে : ফারুক
সংগৃহীত ছবি

নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার (১২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। 

তিনি বলেন, নূন্যতম সংস্কার এবং আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচনমুখী হওয়া দরকার।

আরো পড়ুন
জুলাই আন্দোলনের ঘটনার মামলায় ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া আসামি গ্রেপ্তার নয়

জুলাই আন্দোলনের ঘটনার মামলায় ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া আসামি গ্রেপ্তার নয়

 

ফারুক অভিযোগ করে বলেন, 'আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করা হলেও তাদের সুযোগ-সুবিধা দিয়ে বিচার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

যারা হাসতে হাসতে মানুষ খুন করেছে, দেশের সম্পদ লুট করেছে, তাদের কেন এখনও বিচারের মুখোমুখি করা হচ্ছে না?'

আরো পড়ুন
কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, দেখুন ছবিতে

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, দেখুন ছবিতে

 

এসময় সাবেক এমপি মোর্শেদ আলমকে রিমান্ডে নিয়ে তার সব অবৈধ সম্পদের হিসাব জনগণের সামনে আনার দাবি জানান ফারুক।

মন্তব্য

পেটের ক্ষিধে ঠিকমতো মিটলে রাজনীতি সুন্দর হবে : সারজিস

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
পেটের ক্ষিধে ঠিকমতো মিটলে রাজনীতি সুন্দর হবে : সারজিস
ছবি: কালের কণ্ঠ

‘পেটের ক্ষিধে ঠিকমতো মিটলে রাজনীতি সুন্দর হবে এবং পেটে ক্ষিধে রেখে সুন্দর রাজনীতির সংস্কৃতি নিয়ে আসা সম্ভাবনা খুবই ক্ষীণ’ বলে মন্তব্য করেছেন জাতীয নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

শনিবার (১২ এপ্রিল) দুপুরে তিনি পঞ্চগড় জেলা শহরের অদূরে জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

আরো পড়ুন
বিচার বিভাগের পৃথক সচিবালয় তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে : প্রধান বিচারপতি

বিচার বিভাগের পৃথক সচিবালয় তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে : প্রধান বিচারপতি

 

এ সময় তিনি বলেন, গতানুগতিক কৃষি করতে করতে কৃষকরা এখন ক্লান্ত। এখানে ঠিকমতো না আছে উপার্জন না আছে কোন নিশ্চয়তা।

তাই কৃষির পাশাপাশি আমাদের বিকল্প কিছু ভাবতে হবে। এই এলাকার অনেক মানুষ আছে যারা জমি বিক্রি করে হলেও ১০ লাখ টাকা দিয়ে পিয়নের চাকরি নিতে করতে চাইবে। একদিকে এটা ঘুষ, দ্বিতীয় মেধার লড়াই থাকছে না। তৃতীয়ত এখান থেকে সৎ পথে কখনো স্বচ্ছল জীবন ধারণ করা সম্ভব নয়।
আমরা যদি ১০ থেকে ২০ লাখ টাকার মূল ধন নিয়ে কোন ব্যবসায় যাই তাহলে সাবলম্বী হয়ে উঠার সুযোগটা এখানে বেশি। 

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়ে তিনি বলেন, কেউ যদি অযৌক্তিকভাবে আমাদের সুবিধা বঞ্চিত করে দেশ হিসেবে বাংলাদেশ তার বিকল্প খুঁজে নিবে। বাংলাদেশ ভারত দুটি পাশাপাশি দেশ। কখনো এই দুটি দেশ মুখোমুখি দাঁড়িয়ে যাবে আমরা এটি প্রত্যাশা করি না।

কিন্তু ভারতের কাজ ও তারা বাংলাদেশকে কিভাবে দেখছে এই জিনিসগুলোই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারণ করবে। কোন কিছু কখনো থেমে থাকে না। বিশ্বায়নের এই সময়ে সবকিছুরই বিকল্প রয়েছে। এভাবে কিন্তু পৃথিবীর পরাশক্তি অনেককে চেপে ধরার চেষ্টা করেছে বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে কিন্তু দিন শেষে ওই ছোট ছোট শক্তিগুলো বিকল্প অসংখ্য পথের মধ্য দিয়ে শক্তিশালী হয়েছে। আমরা মনে করি শুধু ভারত নয় পৃথিবীর যেন কোন দেশই যদি তাদের জায়গা থেকে বাণিজ্যিক চুক্তি বা সুযোগ সুবিধার জায়গায়  আমাদেরকে এভাবে চেপে ধরার চেষ্টা করে আমরা মনে করি পুরো বিশ্ব আমাদের জন্য খালি রয়েছে।
আমরা বিশ্বের অন্য জায়গা যেখানে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক রেখে আমরা সুন্দর একটি বাণিজ্যিক সম্পর্ক গড়তে পারবো আমরা সেদিকে যাবো। আমরা বিশ্বাস করি ভারত রাজনৈতিক দল হিসেবে নয় একটা দেশ হিসেবে ফাংশন করবে এবং দেশ হিসেবে আরেক দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করবে এবং সেগুলো বজায় রাখবে।  

আরো পড়ুন
বিএনপি সভাপতি, সম্পাদককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

বিএনপি সভাপতি, সম্পাদককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

 

শামসুজ্জামান দুদু যে মন্তব্য করেছেন তা নিয়ে তিনি বলেন, দুদু ভাই যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত মন্তব্য দল হিসেবে বিএনপির নয়। তারা আমাদের রাজনীতির সিনিয়র তাদের দেখে আমরা শিখবো। কিন্তু তারা যদি তাদের অনুজদের সামনে রেখে  প্রতিহিংসামূলক কথা বলার সংস্কৃতি আবার তৈরি করেন যেমনটি শেখ হাসিনা ড. ইউনুস ও খালেদা জিয়াকে ছোট করে কথা বলতেন যা রাজনৈতিক দলগুলোর সম্পর্ক নষ্ট করে ফেলেছিল আমরা একই সংস্কৃতি তাদের মাধ্যমে আর দেখতে চাই না। লেখাপড়ার পরিবেশ একেবারে শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তা ঠিক নয়। তবে কিছুটা বিঘ্নিত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এখন যারা কথা বলছেন এই মানুষগুলো আর স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন কিনা তার নিশ্চিয়তা ছিলো না। এই ছাত্রদের এতো ত্যাগ এতো রক্তের পরেই কিন্তু এই অভ্যুত্থান এবং এই মানুষগুলো এখন বুক ফুলিয়ে কথা বলতে পারছে। আগামীতে যেই রাজনৈতিক দল নেতৃত্বে আসুক না কেন যে ছাত্ররা এই অভ্যত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতোটুকু শ্রদ্ধা প্রত্যেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত। বিএনপি বড় দল হিসেবে এই প্রত্যাশা আরো বেশি। 

নববর্ষ নিয়ে সারজিস বলেন, শো অফের জন্য যেন বাইরের যে অপসাংস্কৃতিগুলো রয়েছে তা যেন আমরা এই একটা সংস্কৃতির অংশ না বানিয়ে না দেই। একজনের সংস্কৃতির অন্যজনের উপর চাপিয়ে দেয়ার কাজও যেন আমরা না করি। সবার সংস্কৃতির উপর আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। নববর্ষে আমাদের এলাকায় হালখাতা হতো, উৎসবের মতো আমেজ থাকতো। আমাদের এলাকায় ইলিশ এতো সহজলভ্য ছিলো না। আমি বাড়িতে পহেলা বৈশাখে ইলিশ খেয়েছি এমন হয় নি। তবে বাড়িতে পান্তা ভাত, সিঁদলের ভর্তা, পেলকা ও তিতারি শাক রান্না হতো।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন ও প্রশিক্ষক ড. নজরুল ইসলামসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ