ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার
অপহৃত আরেফিন কামরুল ইসলাম ও তার বাবা

ঢাকার রামপুরা এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলামকে (১৭) সাতক্ষীরার নিউ মার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানার পুলিশ। শনিবার (১২ এপ্রিল) ভোররাতে তাকে উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন জানান, সদর থানার একটি টিম ভোররাতে নিউ মার্কেট এলাকা থেকে আরেফিন কামরুল ইসলামকে উদ্ধার করে। তাকে সাতক্ষীরা সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

তাকে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন
ইনকোর্স ও ভাইভা নিয়ে ভয়াবহ অবস্থা চলছে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

ইনকোর্স ও ভাইভা নিয়ে ভয়াবহ অবস্থা চলছে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

 

এদিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের হেফাজতে থাকা আরেফিন কামরুল ইসলাম জানায়, বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার বিকেলে তিনি ল্যাপটপ মেরামতের উদ্দেশ্যে এ্যালিফ্যান্ট রোডের একটি দোকানে যাচ্ছিলেন। মগবাজার ফ্লাইওভার থেকে নামার পথে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে ধরে কয়েকবার ঘাড় ঘূর্ণন দেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়ে।

পরবর্তীতে দুর্বৃত্তরা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে। এক পর্যায়ে তিনি তাদের কবল থেকে পালিয়ে কয়েক ঘণ্টা হেঁটে সাতক্ষীরার নিউ মার্কেট এলাকায় একটি চায়ের দোকানে যায়। সেখান থেকে তিনি তার বাবা হারুণ-অর-রশিদের সাথে যোগাযোগ করেন।

আরো পড়ুন
পাগলা মসজিদে দানের টাকায় হবে ‘মেগা প্রকল্প’

পাগলা মসজিদে দানের টাকায় হবে ‘মেগাপ্রকল্প’

 

আরেফিন কামরুল ইসলামের বাবা হারুণ-অর-রশিদ জানান, ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তার ছেলেকে অপহরণ করে দুর্বৃত্তরা।

ছেলেকে ছাড়াতে তিনি ২৬ হাজার টাকাও পরিশোধ করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় তিনি পুলিশের কাছে যান। পুলিশ নারায়ণগঞ্জের কয়েক জায়গায় অভিযানও চালায়। ভোররাতে ছেলের ফোন পেয়ে তিনি সাতক্ষীরাতে আসেন।

উল্লেখ্য, ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে বৃহস্পতিবার বিকেলে অপহৃত হয় খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম।

পরে তাকে ফিরে পেতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৬ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু এতেও ছেলেকে ফিরে পেতে ব্যর্থ হয়ে রামপুরা থানায় একটি জিডি করেন পূর্ব রামপুরা সালামবাগ মসজিদ এলাকার বাসিন্দা হারুন-অর-রশিদ।

মন্তব্য

সম্পর্কিত খবর

গাইবান্ধায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গাইবান্ধায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু
সংগৃহীত ছবি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে দায়িত্বরত অবস্থায় সাজু প্রধান ওরফে বুলু (৫৬) নামে এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন।

আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। এর আগে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি।

আরো পড়ুন
হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমেও বন্ধ নেই বালু উত্তোলন

হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমেও বন্ধ নেই বালু উত্তোলন

 

পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন পুলিশ সদস্য সাজু প্রধান।

গতকাল মঙ্গলবার রাতে দায়িত্বরত অবস্থায় আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বগুড়া হাসপাতাল নেওয়ার পথেই মারা যান।

পুলিশ সদস্য সাজু প্রধানের বাড়ি পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগাছা সদর উপজেলার তালুককৃষাণমাটেল গ্রামে। তিনি এক স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।

ওসি বুলবুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে দায়িত্ব পালনের সময় কনস্টেবল সাজু প্রধান হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’

আরো পড়ুন
আত্মহত্যা করেছেন মার্কিন অভিনেতা নিকি ক্যাট

আত্মহত্যা করেছেন মার্কিন অভিনেতা নিকি ক্যাট

 

তিনি আরো বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তাদের নির্দেশে সাজুর মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। তার এমন মৃত্যুতে আমরা পুলিশ পরিবার শোকাহত।

পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আজ বুধবার সকালে এখানে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।’

১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন সাজু প্রধান। সম্প্রতি তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে যোগ দেন।

সহকর্মীদের কাছে ছিলেন হাস্যজ্জন পুলিশ হিসেবে পরিচিত।

মন্তব্য

বিএনপি নেতা মঞ্জুর এলাহীর স্ত্রীর মর্যাদা চেয়ে বহিষ্কৃত স্কুল শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিএনপি নেতা মঞ্জুর এলাহীর স্ত্রীর মর্যাদা চেয়ে বহিষ্কৃত স্কুল শিক্ষিকা
ফাইল ছবি

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর বিরুদ্ধে শারীরিক সম্পর্কের অভিযোগ এনে স্ত্রীর মর্যাদা চেয়েছেন শারমিন রেজোয়ানা নামে এক স্কুল শিক্ষিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই দাবি করেন। এর জেরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বুধবার ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঞ্জুর এলাহী নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা বিএনপির শীর্ষ নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রকাশ পাওয়ার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, নরসিংদীর মাধবদী থানার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন রেজোয়ানা ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেন। এতে তিনি অভিযোগ করে বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর সঙ্গে তার পরিচয় হয়।

পরিচয়ের এক পর্যায়ে শহরের আজিজ বোডিংয়ের একটি বাসায় নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মঞ্জুর এলাহী। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মঞ্জুর এলাহী। জেলা বিএনপির শীর্ষ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 

এদিকে অনৈতিক সম্পর্কের অভিযোগের মধ্যেই খবর বের হয় ভুক্তভোগী নারীর মুখ বন্ধ করতে বিপুল অর্থ খরচ করেছেন প্রভাবশালী ওই শিল্পপতি বিএনপি নেতা।

টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এদিকে বিএনপি নেতার সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ এনে শারমিন রেজোয়ানার বিরুদ্ধে অভিযোগ করেছেন সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন ভূঞা। সেই অভিযোগের ভিত্তিতে গত ৮ এপ্রিল ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন অভিযোগে আদালতে মামলা করার কয়েক ঘণ্টার মধ্যে বাদীকে তুলে নিয়ে মামলা প্রত্যাহার করানোর অভিযোগ রয়েছে মঞ্জুর এলাহীর বিরুদ্ধে। ওই সময় তিনি নিজে আদালতে উপস্থিত থেকে মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় নরসিংদীজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ আছে ১১ কোটি টাকা লেনদেনের মাধ্যমে মামলাটি তুলে নেওয়া হয়েছিল।

প্রাসঙ্গিক
মন্তব্য

হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমেও বন্ধ নেই বালু উত্তোলন

    দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক একমাত্র মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী বালু তোলায় দুজনকে একলাখ টাকা অর্থদণ্ড
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমেও বন্ধ নেই বালু উত্তোলন
সংগৃহীত ছবি

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমেও বন্ধ নেই অবৈধভাবে বালু উত্তোলন। নদী থেকে রাতের অন্ধকারে ড্রেজার দিয়ে বালু তুলে বাল্কহেড (নৌযান) ভর্তি করার সময় দুজনকে আটক করে একলাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দিকে হালদা ও কর্ণফুলী নদীর মোহনা রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের গণি মিয়ার ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এতে দুজনকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

 

জরিমানাপ্রাপ্তরা হলেন- মুহাম্মদ ইউসুফ ও মুহাম্মদ মনিরুল ইসলাম। তারা দুজনেই ভোলার সদর উপজেলার বাসিন্দা।

তারা শ্রমিক হিসেবে বালু তোলায় নিয়োজিত ছিলেন। তবে অভিযানে বালু তোলার ঘটনায় জড়িত মূল হোতাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

রাউজান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘হালদা নদী থেকে বালু তোলা এবং ড্রেজার ও বাল্কহেডে পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে তীরবর্তী এলাকার কিছু অতি লোভী ব্যক্তি।

অভিযানকালে দুজনকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।’

মন্তব্য

শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল গ্রেপ্তার
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১৬ এপ্রিল) রাত ২টার দিকে ডিবি পুলিশের সহায়তায় কমলগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন স্কুলশাখার শিক্ষক

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন স্কুলশাখার শিক্ষক

 

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।

তিনি বলেন, ‘আজ বুধবার দুপুরে তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ