<p>ফিন্যানশিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) অর্থ বিভাগের আয়োজনে ডিসকাশন অন ফিন্যানশিয়াল রিপোর্টিং অব এসএমই শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ‘আইএফআরএস ফর এমএমই’ ও ‘সিমপ্লিফাইড অ্যাক্রুয়াল বেসিস ফিন্যানশিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস’ মানদণ্ডসমূহ পরিগ্রহণ ও জারীকরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালাটি গতকাল আগারগাঁও শেরেবাংলানগরের প্রশাসনিক এলাকায় অবস্থিত এফআরসির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। </p> <p>মুহাম্মদ আনওয়ারুল করিমের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন এফআরসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব, প্রশাসন ও টিডিএম, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মাহমুদা আক্তার ও আশিক ইকবাল, পার্টনার, নুরুল ফারুক হাসান অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। কর্মশালায় এফআরসির কাউন্সিল সদস্য এ কে এম বদিউল আলম, সদস্য (কর নীতি), এনবিআর, মিজ মারিয়া হাওলাদার, প্রেসিডেন্ট, আইসিএবি এবং মোহাম্মদ ফোরকান উদ্দীন, কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট, আইসিএবি উপস্থিত ছিলেন। </p> <p>এ ছাড়া বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা যেমন বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, এনবিআরের প্রতিনিধিসহ এসএমই ফাউন্ডেশন, আইসিএবি, আইসিএমএবি, এফবিসিসিআই, ডিসিসিআই ও এমসিসিআই থেকে ২০ জন অংশগ্রহণকারী কর্মশালায় উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের ফিন্যানশিয়াল রিপোর্টিংয়ের জন্য প্রযোজ্য মানদণ্ড পরিগ্রহণ বিষয়ে মতামত ব্যক্ত করেন।</p>