<p style="text-align:justify">কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলাকারীরা শেখ হাসিনার প্রেতাত্মা বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।</p> <p style="text-align:justify">ফারুক হাসানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও প্রপাগান্ডার প্রতিক্রিয়ায় সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন করা হয়। এতে ফারুক হাসান সেদিনের হামলার বর্ণনা দেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘কেন এই হামলা? এই হামলার ইন্ধনদাতা কারা? শোনা যাচ্ছে, রাঘববোয়ালরা আসামিদের জামিন করাতে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করবে। তাই যদি হয়, তবে কিসের রাষ্ট্র সংস্কার, কিসের বিচার বিভাগের স্বাধীনতা? আমাদের স্পষ্ট কথা, দোষীদের ছাড় দেওয়া চলবে না।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে দুই শ্রেণির মানুষ আহত হয়েছে। আন্দোলনের পক্ষে এবং আন্দোলন প্রতিরোধ করতে গিয়ে। গণ-অভ্যুত্থানের বিরুদ্ধের শক্তি এখন আহত লীগে পরিণত হয়েছে। এরা কখনো স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিম্মি করছে, কখনো আহত লীগের মধ্য থেকে উপদেষ্টা দাবি করছে, কখনো সড়ক অবরোধ করছে। প্রকৃত আহতরা হাসপাতালের বিছানায়। আর অপরাধীরা বিভিন্ন জায়গা কুকর্ম করছে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘যারা ফারুক হাসানের ওপর হামলা করেছে এরা হাসিনার প্রেতাত্মা। এদের কোন ছাড় নেই, ক্ষমা নেই। যদি এরা জামিন পায়, তবে ধরে নেব, এটা কোনো ছোটখাটো বিষয় না। বড় উদ্দেশ্য নিয়ে ফারুক হাসানের ওপর হামলা করা হয়েছে।’</p> <p style="text-align:justify">কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে না, কিভাবে ওবায়দুল কাদের পালিয়ে গেল? শেখ পরিবারের একজনও কেন আটক হলো না? এখনো শহীদ পরিবার ক্ষতিপূরণ পেল না, শহীদের তালিকা হলো না, কেন আহতরা সুচিকিৎসা পাচ্ছে না। এই কথা বললে আজকাল মাইর খেতে হচ্ছে, বলেন রাশেদ খাঁন।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে গণ-অভ্যুত্থানে আহত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>