<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলের সদস্যদের তলব করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর তাঁরা হাজির না হলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত সপ্তাহে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ এবং গত ২৩ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে নামে কমিশন। আর ১৭ ডিসেম্বর শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৫৯ হাজার কোটি টাকা এবং বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজাসহ আটটি প্রকল্প থেকে প্রায় ২১ হাজার কোটি টাকা লোপাট ও পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করা হয়। </span></span></span></span></span></p>