<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তাঁর স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে অনুসন্ধানের এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুদকে আসা এক আর্থিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, নাঈমুল ইসলাম খান ও তাঁর স্ত্রী-সন্তানদের ১৬৩টি ব্যাংক হিসা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বে ৩৮৬ কোটি টাকা জমা হয়েছে। এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। আর বর্তমানে ছয় কোটি ২৭ লাখ টাকা জমা আছে। প্রতিবেদনটি দুদক আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনে আরো বলা হয়, নাঈমুল ইসলাম খানের ব্যক্তিগত ৯১টি ব্যাংক হিসাবে ২৪৯ কোটি টাকা জমা হয়। এর মধ্যে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা তিনি উত্তোলন করেছেন। আর বর্তমানে ব্যাংক হিসাবে ৬৪ লাখ টাকা জমা রয়েছে। তাঁর স্ত্রী নাসিমা খান মন্টির ১৩টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হয়েছে। এর মধ্যে তিনি ১৩ কোটি টাকা উত্তোলন করেছেন। তাঁদের তিন মেয়ের মধ্যে আদিবা নাঈম খানের ব্যাংক হিসাবে ৩৫ লাখ টাকা, লাবিবা নাঈম খানের ব্যাংক হিসাবে এক কোটি ২৫ লাখ এবং যূলিকা নাইম খানের ব্যাংক হিসাবে ৬১ লাখ টাকা জমা হয়েছে। এসব অর্থের প্রায় সবই তাঁরা উত্তোলন করেছেন। এ ছাড়া নাঈমুল ইসলাম খানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪৬টি হিসাবে জমা হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ টাকা।</span></span></span></span></span></p>