ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তাঁর স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে অনুসন্ধানের এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে।
দুদকে আসা এক আর্থিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, নাঈমুল ইসলাম খান ও তাঁর স্ত্রী-সন্তানদের ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা হয়েছে।