<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেট্রো রেলের দরজা বন্ধ না হওয়ার কারণে প্রায় ২৭ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল রবিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়। ফলে অফিসগামী যাত্রীসহ অন্য যাত্রীরা কিছু সময়ের জন্য ভোগান্তিতে পড়ে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএ) মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, রোলিংস্টকের সমস্যা হয়েছিল। অর্থাৎ মেট্রো রেলের দরজা বন্ধ না হওয়ায় শেওড়াপাড়া স্টেশনে একটি ট্রেন আটকে গিয়েছিল। এ জন্য বাকি সব ট্রেন আটকে গিয়ে বিলম্ব হয়েছে। প্রায় ২৭ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা ৭ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়েছে। এদিকে মেট্রো ট্রেনে আটকে থাকা ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ মেট্রো রেলের তথ্য নামের একটি গ্রুপে ছবি-ভিডিও দিয়ে পোস্ট করে ১০টা ৩৯ মিনিটে লিখেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজকে শেওড়াপাড়া স্টেশনে সকাল ৯টা ৩১ মিনিটে নারীদের বগিতে দুজন নারী গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়ে।</span></span></span></span></span></p>