<p>গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান সাংবাদিক কামাল আহমেদ বলেছেন, বর্তমান প্রেস কাউন্সিল তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রতিষ্ঠানটি অকেজো হয়ে পড়েছে। এটি বিলুপ্ত করে নতুন কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। একইসাথে মফস্বল থেকে রাজধানী ঢাকার সাংবাদিকের জীবনমান উন্নয়ন ও পেশাগত স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে বেতনকাঠামো নির্ধারনসহ অন্যান্য বিষয়ে সুপারিশ করব।</p> <p>মঙ্গলবার (৭ জানুয়ারি) রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিন পার্বত্য জেলার সংবাদকর্মীদের সঙ্গে গণমাধ্যম সংস্কার বিষয়ক মতবিনিময়কালে এইসব কথা বলেন তিনি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইলিয়াস-ডালিমের লাইভে ভিউয়ের রেকর্ড নিয়ে ভুল তথ্য প্রচার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736241774-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইলিয়াস-ডালিমের লাইভে ভিউয়ের রেকর্ড নিয়ে ভুল তথ্য প্রচার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/07/1466039" target="_blank"> </a></div> </div> <p>এইসময় কমিশনের সদস্য বেগম কামরুন্নেছা হাসান, মোস্তফা সবুজ ও আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।</p> <p>মতবিনিময় সংবাদ রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবানের সংবাদকর্মীরা নিজের বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে নানান বিষয় ও পেশাগত উন্নয়নে পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।</p> <p>এ সময় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, তরুণ কান্তি ভট্টাচার্য, আনোয়ার আল হক, সুশীল প্রসাদ চাকমাসহ ২৪ জন সংবাদকর্মী। মতবিনিময় সভায় পার্বত্য তিন জেলা থেকে ৭৫ জন সংবাদকর্মী অংশ নেন।</p> <p>সভায় গণমাধ্যমকর্মীরা বলেন, গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সর্বদা মাঠ পর্যায়ে কাজ করে থাকে। কিন্তু সংবাদকর্মীরা সে অনুযায়ী বেতন-ভাতা বা সম্মানি পান না। তাদের জীবিকা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত অর্জন সাপেক্ষে নিয়োগ প্রদান এবং যারা সাংবাদিকতা পেশায় আসতে চান তাদের জন্য প্রেস কাউন্সিল বা পিআইবি কতৃক কোর্স চালু করে কোর্স সমাপন সাপেক্ষে সাংবাদিক হতে পারেন সেই সুযোগ রাখার দাবি জানান বক্তারা। </p> <p>তারা আরো বলেন, অপ-সাংবাদিকতা রুখতে হলে ভুঁইফোড় গণমাধ্যম বন্ধ করতে হবে এবং নতুন গণমাধ্যম নিবন্ধনের ক্ষেত্রে যাচাই-বাছাইপূর্বক আরো সচেতন হতে হবে। কিছু গণমাধ্যম প্রতিনিধিদের বেতন না দিয়ে উল্টো নিয়োগ প্রদানের ক্ষেত্রে অর্থ দাবি করে, সেসব গণমাধ্যমকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান সংবাদকর্মীরা।</p> <p>স্থানীয় সাংবাদিকদের পরামর্শ ও অভিজ্ঞতা শোনার পর গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা সারা দেশ থেকেই গণমাধ্যমকর্মীদের ভাষ্য, সুপারিশ ও অভিজ্ঞতা জানছি। একইসাথে জনজরিপও করছি কেমন গণমাধ্যম দেখতে চায় মানুষ। সবকিছু মিলিয়ে একটি সমন্বিত প্রস্তাবনা সরকারের কাছে তুলে দিব। আশা করছি কিছু পরিবর্তন আসবে।</p> <p>তিনি আরো বলেন, গণ্যমাধ্যম সংস্কারের জন্য সবচেয়ে বড় অংশীজন হলো জনসাধারণ। তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এই লক্ষে গণজরিপের কাজ আজ শেষ হবে। সাংবাদিকদের বেতন কাঠামো, অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।</p>