<p>শেরপুরের সদর উপজেলার আলু ক্ষেত থেকে সাদিয়া বেগম (১৩) নামের বাকপ্রতিবন্ধী এক কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) কামারেরচর ইউনিয়নের পয়স্তীরচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। </p> <p>সাদিয়া কামারেরচর দশানীপাড়া গ্রামের কাঠাইলেপাড়ার কৃষক জমাদার মিয়ার মেয়ে। তার গলা-ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। তার ডান হাত ও মাথার চুলও কিছু কাটা ছিল। </p> <p>স্থানীয়রা জানায়, ওই আলুক্ষেতটি জমাদার মিয়ার। ঘটনার প্রায় ঘণ্টাখানেক আগে জমাদার মিয়া হাতে দাসহ সাদিয়াকে আলুক্ষেতের দিকে যেতে দেখে বলে জানায় স্থানীয়রা। জমাদার মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে অংশীদারদের মামলা-মোকদ্দমাও রয়েছে বলে জানায় অনেকে। যে কারণে এলাকাবাসীর মাঝে প্রশ্ন উঠেছে প্রতিপক্ষকে মামলার জালে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী সাদিয়া কি বাবার হাতে খুন হলো, নাকি দুর্বৃত্তের হাতে খুন।</p> <p>শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম সাংবাদিকদের জানান, কিশোরী সাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার খুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।</p>