<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ অফিসের একটি কক্ষ থেকে বিভাগের এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেল (৪৫) বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান। গতকাল রবিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি (সোহেল) আজকে নির্ধারিত সময়ের আগেই অফিসে এসেছিলেন, তখন অফিসে কেউ ছিল না। তিনি নিজেই তাঁর কক্ষের তালা খুলে প্রবেশ করেছেন এবং আত্মহত্যার উদ্দেশ্যে টেবিলের ওপর উঠেছিলেন। টেবিলে ওঠার পায়ের ছাপ আমরা দেখেছি। ঘটনাস্থলে দুটি নোট পাওয়া গেছে, যেগুলো পুলিশের কাছে আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>