<p>পাকিস্তানে অবস্থিত আফগানিস্তানের দূতাবাস জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে প্রায় ৮০০ আফগান নাগরিককে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যে কিছু ব্যক্তি জাতিসংঘের শরণার্থী সংস্থায় (ইউএনএইচসিআর) নিবন্ধিত।</p> <p>দূতাবাস স্থানীয় সময় সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, পাকিস্তানে আফগানদের জন্য অনিশ্চিত ভিসাপ্রক্রিয়া ‘স্বেচ্ছাচারী গ্রেপ্তার ও নির্বাসনের’ উদ্বেগজনক ঘটনা তৈরি করেছে।</p> <p>রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান কর্তৃপক্ষ নথিবিহীন আফগানদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এর ফলে ২০২৩ সালের শেষ দিক থেকে সাত লাখ ৮০ হাজারেরও বেশি আফগানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তাদের মধ্যে অনেকে পাকিস্তানে কয়েক দশক ধরে বসবাস করছিলেন।</p> <p>দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, ‘আফগানিস্তান দূতাবাস ইসলামাবাদে সাম্প্রতিক সময়ে প্রায় ৮০০ আফগান নাগরিককে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এর ফলে নারী, শিশুসহ পরিবারের বেদনাদায়ক বিচ্ছেদ ঘটেছে, যাদের অনেকেই এখনো পাকিস্তানে আটকে আছে।’</p> <p>বিবৃতিতে আরো বলা হয়েছে, আটককৃতদের মধ্যে এমন ১৩৭ জন আছেন, যাদের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন প্রক্রিয়াধীন বা যারা ইউএনএইচসিআরে অস্থায়ীভাবে নিবন্ধিত।</p> <p>আফগান দূতাবাস বলেছে, ‘আফগান নাগরিকদের লক্ষ্য করে অনাকাঙ্ক্ষিত গ্রেপ্তার, বাড়ি তল্লাশি ও অর্থ আদায়ের ঘটনার খবরে আমাদের উদ্বিগ্ন করেছে।’</p> <p>এদিকে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।</p> <p>২০২১ সালের আগস্টে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ছয় লাখেরও বেশি আফগান পাকিস্তানে পালিয়ে গেছে। এর মধ্যে হাজার হাজার মানুষ পশ্চিমা দেশগুলোর আশ্বাসে স্থানান্তরের আশায় গেছে। অনেক আফগান ইসলামাবাদের গেস্ট হাউসগুলোতে মাসের পর মাস অপেক্ষা করতে বাধ্য হচ্ছে, আর সম্প্রতি পুলিশের হয়রানির মাত্রা বেড়েছে বলে জানিয়েছে।</p> <p>পাকিস্তান সরকার বলেছে, সীমান্ত অঞ্চলে চরমপন্থার উত্থান রোধে তাদের এই অভিযান। তবে আফগানরা বলছে, ইসলামাবাদ ও কাবুলের মধ্যে রাজনৈতিক মতভেদের কারণে তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। আফগানদের প্রতিনিধিত্বকারী আইনজীবী উমের ইজাজ গিলানি বলেন, ‘পাকিস্তানে অভিবাসনের অপেক্ষায় থাকা আফগানরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।’</p> <p>বিগত কয়েক দশকে বিভিন্ন সংঘাত থেকে বাঁচতে লাখ লাখ আফগান পাকিস্তানে আশ্রয় নিয়েছে এবং তারা পাকিস্তানের সমাজের গভীরে মিশে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, পাকিস্তানে বর্তমানে প্রায় ১৫ লাখ আফগান শরণার্থী ও আশ্রয়প্রার্থীর পাশাপাশি ভিন্ন আইনি অবস্থায় আরো ১৫ লাখের বেশি আফগান রয়েছে। পাকিস্তান নিবন্ধিত শরণার্থীদের জন্য একাধিকবার স্বল্পমেয়াদি ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে, যা বর্তমানে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা।</p> <p>সূত্র : এএফপি</p>