চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কর্ণফুলী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ শিকদারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) কর্ণফুলী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরিফ কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউপির সিয়ার মিয়ার বাড়ি এলাকার মো. হারুনের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরিফ জানান, আরিফ নামের আওয়ামী লীগের রাজনীতি সংশ্লিষ্ট একজনকে আটক করে চাঁদগাঁও থানায় পাঠানো হয়েছে।