কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কর্ণফুলী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ শিকদারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) কর্ণফুলী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরিফ কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউপির সিয়ার মিয়ার বাড়ি এলাকার মো. হারুনের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরিফ জানান, আরিফ নামের আওয়ামী লীগের রাজনীতি সংশ্লিষ্ট একজনকে আটক করে চাঁদগাঁও থানায় পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

চৌদ্দগ্রাম হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চৌদ্দগ্রাম হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের ইফতার আয়োজন
ছবি: কালের কণ্ঠ

চৌদ্দগ্রাম এইচ. জে পাইলট হাই স্কুলের এসএসসি ব্যাচ ২০১৫ এর ১০তম বার্ষিক ইফতার আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এইচ. জে পাইলট হাই স্কুলে এবারও এই বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

গত ১০ বছর ধরে তারা এই ইফতার প্রোগ্রামের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। 

এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব, এবং এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এরপর একে একে উপস্থিত সবাই ইফতার করেন। অনুষ্ঠানটি ছিল অনেকটা এক মিলনমেলার মতো, যেখানে সবাই একে অপরকে দীর্ঘ সময় পর দেখে আনন্দিত হয়। 

এসএসসি ২০১৫ ব্যাচের এই উদ্যোগে সামাজিক সম্পর্কের মজবুতকরণের পাশাপাশি একটি ভালো উদাহরণ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ব্যাচের সদস্যরা এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের শিক্ষালব্ধ জীবন, বন্ধুত্ব এবং সামজিক মূল্যবোধের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের দুই গ্রামে ঈদ উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের দুই গ্রামে ঈদ উদযাপন
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার দুইটি গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৮টায় সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মমিনটোলা গ্রামের একটি আমবাগান সংলগ্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১২০-১৩০ জন নারী-পুরুষ  ও বেশ কয়েকজন শিশু অংশ নেয়। নারীদের জন্য সামিয়ানা টেঙিয়ে পৃথক ব্যবস্থা করা হয়।

 

ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কালম আজাদ। কয়েক বছর থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে  ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজহা পালন করা হচ্ছে।

মন্তব্য

আখাউড়ায় বেশি দামে মাংস বিক্রির অভিযোগ, চার দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
আখাউড়ায় বেশি দামে মাংস বিক্রির অভিযোগ, চার দোকানিকে জরিমানা
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেশি দামে মুরগি ও গরুর মাংস বিক্রির অভিযোগে চার দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি পৌর এলাকার সড়ক বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও গাজালা পারভীন রুহি জানান, অভিযান চালানোর সময় মূল্য তালিকার চেয়ে বেশি দামে গরুর মাংস ও মুরগীর বিক্রি করছিল দোকানিরা। এ জন্য চার দোকানীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য

সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাহিরপুরে ঈদ উদযাপন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাহিরপুরে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুনামগঞ্জের তাহিরপুরে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তিনটি গ্রামের মুসল্লিরা। রবিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমতৈল জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। 

এতে উপজেলার আমতৈল, রজনীলাইন, পুরানঘাট তিনটি গ্রামের দেড় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। 

ঈদ উদযাপকারী মুসল্লিরা জানান, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জা কিল দরবার শরীফের অনুসারী তারা।

তাদের পূর্বপুরুষরা ওই দরবার শরীফের মুরিদ। সেখানকার দিক-নির্দেশনা অনুযায়ী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করে।

আমতৈল গ্রামের আব্দুর রশিদ, ইমরান ও রতন মিয়া বলেন, ‌‌‌‘আমাদের পূর্বপুরুষদের মতানুসারে প্রতিবছরের মতো এবারও আমরা সৌদি আরবের সাথে মিল রেখে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করছি। ঈদের নামাজ পড়ে খুব ভালো লাগছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ছিল, নিরাপদেই তারা ঈদ উৎসব পালন করছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ