<p style="text-align:justify">এত বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে যে একসময় হতাশ হয়ে পড়েছিলেন অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি কালের কণ্ঠের সাক্ষাৎকারভিত্তিক ধারাবাহিক আয়োজন ‘বিশ্বাসে মেলায় বন্ধু’ অনুষ্ঠানে সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি। </p> <p style="text-align:justify">দীঘি বলেন, বডি শেমিং নিয়ে মানুষ কতটা সিরিয়াস বা ট্রমাটাইজড সেটা না ভেবেইতো আমরা বলে ফেলি। হতে সে পারে অনেক ট্রমাটাইজড, অনেক ফ্রাস্ট্রেটেড এই বডি শেমিংটা নিয়ে। আমিও একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম... </p> <p style="text-align:justify">সাক্ষাৎকারটি বিস্তারিত দেখুন এখানে...</p> <p style="text-align:justify"><iframe frameborder="0" height="400" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.youtube.com/embed/tFhbepohdTw" width="600"></iframe></p>