গত বছর প্রার্থনা ফারদিন দীঘির দুটি ছবি মুক্তি পেয়েছিল। বছরের শুরুর দিকে ‘শ্রাবণ জ্যোত্স্নায়’ ও বছরের শেষের দিকে ‘৩৬ ২৪ ৩৬’ ছবি দুটি দিয়ে আলোচনায়ও এসেছিলেন তিনি। এবার নতুন বছরের শুরুতে জানালেন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর। রবীন্দ্রনাথ ঠাকুকের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একই নামে সরকারি অনুদানের ছবি নির্মাণ করতে যাচ্ছেন সাদেক সিদ্দিকী।
রবীন্দ্রনাথের নিরুপমা হবেন দীঘি
রংবেরং প্রতিবেদক

হয়েছিল। পরিচালনা করেছিলেন আবদুস সামাদ খোকন।
নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘অনুদান পাওয়ার পর থেকেই নিরুপমা চরিত্রটি নিয়ে দীঘির সঙ্গে আলোচনা করেছিলাম। চরিত্রটির জন্য দীঘিকেই আমার সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে। অবশেষে আমরা চুক্তি করেছি। খুব শিগগির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।’
দীঘি কয়েক বছর ধরে চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমে নিয়মিত কাজ করছেন।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
ময়না

মঙ্গলবার ইউটিউবে গানচিল মিউজিকের চ্যানেলে এসেছে নতুন গানচিত্র ‘ময়না’। গেয়েছেন কোনাল ও নিলয়। আসিফ ইকবালের কথায় গানের সুর-সংগীত আকাশ সেনের। এর মাধ্যমে প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শবনম বুবলী, তাঁর সঙ্গে আছেন শরাফ আহমেদ জীবন।

চলচ্চিত্র
আনন্দ অশ্রু

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, কাঞ্চি। পরিচালনা শিবলী সাদিক। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : দেওয়ানবাড়ির ছেলে খসরু ভাবুক প্রকৃতির, গান লিখে নিজেই সুর করে।

অল্প কথায়
নতুন প্রেমে কেটি

এই তো মাস খানেক আগের কথা। অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্কে ইতি টানেন আমেরিকান সংগীত তারকা কেটি পেরি। মাস না ঘুরতেই ভেসে এলো তাঁর নতুন প্রেমের খবর। এবার মজেছেন রাজনীতিবিদের প্রেমে।
একই দিন সকালে মন্ট্রিয়ালের মন্ট রয়্যাল পার্কেও হাঁটতে দেখা গিয়েছিল কেট-জাস্টিনকে। সঙ্গে ছিল গায়িকার পোষা কুকুরও।

টিভি হাইলাইটস
প্রযুক্তি এখন

বিবিসি নিউজে সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে প্রযুক্তিবিষয়ক আয়োজন ‘টেক নাউ’। আজকের পর্ব স্পেনের বিখ্যাত সাগ্রাদা ফ্যামিলিয়া গির্জা নিয়ে। প্রায় দেড় শ বছর আগে শুরু হয়েছিল এর নির্মাণ, এখনো সম্পন্ন হয়নি। বর্তমান প্রযুক্তির সহযোগিতায় স্থাপনাটি সম্পূর্ণ করা সম্ভব কি না, তা উঠে এসেছে আজকের পর্বে।