<p>কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণঅধিকার পরিষদের পক্ষ্য থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, জুলাই বিপ্লবে কালের কণ্ঠের ভূমিকা আমরা প্রত্যক্ষ করেছি। বিশেষ করে কালের কণ্ঠের ডিজিটাল প্লাটফর্মের সাংবাদিকরা শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়নের চিত্র ধারণ করেছে এবং গণ-মানুষের কণ্ঠ হিসেবে প্রচার করেছে। </p> <p>ভিডিও বার্তাটি দেখুন এখানে...</p> <p><iframe frameborder="0" height="800" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fkalerkantho%2Fvideos%2F1612223262834687%2F&show_text=false&width=476&t=0" width="600"></iframe></p>