নাটোরে পানি অপচয় রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নাটোরে পানি অপচয় রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন

পানি অপচয় রোধে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছেন বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সদস্যরা। তা ছাড়া পবিত্র জুমার নামাজের সময় ইমাম সাহবের বয়ানে পানি অপচয় রোধে মুসল্লিদের আহ্বান জানানোর জন্য অনুরোধ করা হয়।

শুক্রবার (২১ মার্চ) জেলার শহরতলি ও সদরের বিভিন্ন মসজিদ ও অটোরিকশায় প্ল্যাকার্ড স্থাপনের মাধ্যমে ওজুখানায় সচেতনতামূলক ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

মির্জাপুর দিয়ারপাড়া জামে মসজিদের ইমাম মো. মাসুদ বলেন, আমরা বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগকে স্বাগত জানাই।

ইসলামেও এটি নিষেধ আছে। এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো। আর পানাহার করো; কিন্তু অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।
(সুরা : আরাফ, আয়াত : ৩১)

বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পানি অপচয় রোধে আমাদের সবার এগিয়ে আসা উচিত। তারই লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। যা সব সময় আমরা চলমান রাখব।

সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, আমাদের এই ব্যতিক্রমী ক্যাম্পেইনের মাধ্যমে পানির গুরুত্বের কিছুটা বোঝাতে পারলেও আমরা সফল হব বলে মনে করি।

এ সময় বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময়, রায়হান, সোহানুর হোসেন, আসিফ মাহমুদ, জাহিদ হেসেন,  আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সরিষাবাড়ীতে ঈদ সামগ্রী বিতরণ

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সরিষাবাড়ীতে ঈদ সামগ্রী বিতরণ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ীতে ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) সকালে সরিষাবাড়ী প্রেসক্লাব হল মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘ সরিষাবাড়ী উপজেলা শাখা এ ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, লবণ, চাউল।

ঈদ সামগ্রী পেয়ে শান্তি বেওয়া, সুফিয়া বেগম, ফজিলা বেগম, সালমা খাতুন, রবিউল ইসলাম, তজর আলীসহ অনেকেই বলেন, আমরা গরিব মানুষ।

কেউ আমাদের সাহায্য দিতে এগিয়ে আসেনি। বসুন্ধরা আমাদের কষ্টের কথা ভেবে ঈদ সামগ্রী পাঠিয়েছে। এতে আমরা অনেক খুশি। এই রমজান মাসে দোয়া করি, এই সাহায্য দিতে যারা এগিয়ে এসেছে আল্লাহ তাদের ভালো করুক।
 

এসময় কবি জাকারিয়া জাহাঙ্গীর বলেন, যারা সমাজের পিছিয়ে পড়া বিত্তহীন তাদের পাশে দাঁড়ানো বিশিষ্টজনদের কর্তব্য। বসুন্ধরা শুভসংঘ এই কাজটি করে যাচ্ছে। ঈদ উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ অসহায়দের জন্য যে উপহারসামগ্রী বিতরণ করছে তা মহতি উদ্যোগ। তিনি এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

শিক্ষক ও সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত এসময় বলেন, বসুন্ধরা শুভসংঘ সারা বাংলাদেশে ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অসহায় নারী সমাজকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বসুন্ধরা। এই ধারাবাহিকতায় আজ সরিষাবাড়িতে অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। তাদের এই মহতি কাজ ধারাবাহিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা শাখার সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম ইব্রাহীম হোসেন লেবু, সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, শুভসংঘের উপদেষ্টা মমিনুল ইসলাম কিসমত, সোহানুর রহমান, শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এসএম খুররম আজাদ, শিক্ষক একেএম আমিনুল ইসলাম শামীম শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সাঈম প্রমুখ।


 

মন্তব্য

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ছবি : কালের কণ্ঠ

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র রমজান মাসব্যাপী ইফতার আয়োজন ও ইফতার বিতরণের অংশ হিসেবে গতকাল শুক্রবার (২১ মার্চ) চন্দনপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন আলেম-উলামা, উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা, মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।  

এ সময় চন্দনপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি আব্দুর রশিদ, বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল হাসান মুরাদ, দপ্তর সম্পাদক সাইদুর রহমানসহ গণ্যমান্য অনেকেই আলোচনায় অংশ নেন এবং গুরুত্বপূর্ণ মতামত পেশ করে বক্তব্য দেন।

চন্দনপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত অনেক চড়াই-উতরাই পার করে আজ এই মাদরাসা একটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে।

আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অত্র প্রতিষ্ঠানের পাশে থেকে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই তাদের এই চমৎকার আয়োজনের জন্য। আমরা মন থেকে বসুন্ধরা শুভসংঘের জন্য দোয়া করব।

বসুন্ধরা শুভসংঘ মনোহরদী  উপজেলা শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ ভালো কাজের সঙ্গে সব সময় সবার আগে থাকে এবং আগামীতেও থাকবে।

ভবিষ্যতে শুভকাজের এ ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজনটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল হামিদ, সহসাধারণ সম্পাদক শেখ শিপন, গ্রন্থাগার সম্পাদক গাজী শরীফ, সেলিম রেজা, কার্যকরী সদস্য নুরে আলম মাসুম, তারিকুল ইসলাম, আল নোমান প্রমুখ। ইফতারের আগে ফিলিস্তিনের জনগণসহ সব মুসলিম উম্মাহ, দেশবাসী ও বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া ও শান্তি কামনা করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফরিদপুরে ছিন্নমূল মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে ছিন্নমূল মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) ইফতারে শহরের আলীপুর গোরস্তানের সামনে দেড় শতাধিক ছিন্নমূল নারী-পুরুষের হাতে ইফতার তুলে দেন জেলা বসুন্ধরা শুভসংঘের নেতারা। 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, উপদেষ্টা ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. নুর ইসলাম, বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি তন্ময় রায়, সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা, দপ্তর সম্পাদক তিহান আহমেদ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, কার্যকরী সদস্য সনত চক্রবর্তী, সম্রাট শেখ ও মুক্তা প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘের ইফতার পেয়ে কয়েকজন নারী ভিক্ষুক বলেন, আমরা সারা দিন রাস্তায় রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ঘুরি।

রোজার দিনে বিকেলে গোরস্তানের সামনে এসে ইফতারের অপেক্ষায় থাকি। কোনো দিন পাই, আবার কোনো দিন পাই না। আইজ আপনাগো ইফতার পেয়ে খুশি লাগছে। আল্লাহ বসুন্ধরার উন্নতি করুক।
 

বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা বলেন, আমরা নিজেরা বাজার করে সদস্যদের সঙ্গে নিয়ে রান্না করা ইফতার ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। আশা করি, সামনের দিনে এ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায়দের জন্য আরো ভালো কিছু করতে পারব। 

বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা কামরুজ্জামান সোহেল বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশের বড় একটি সামাজিক সংগঠন। এ সংগঠন সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়।

আমরা জেলা শাখার পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডে সব সময় মানুষের পাশে আছি।

মন্তব্য

আগুন পুড়িয়েছে ঘর, বসুন্ধরা জ্বেলেছে স্বপ্নের আলো

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আগুন পুড়িয়েছে ঘর, বসুন্ধরা জ্বেলেছে স্বপ্নের আলো
ছবি: কালের কণ্ঠ

আগুন কেবল ঘরই পোড়ায় না, পোড়ায় স্বপ্নও। মহাখালীর সাততলা বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ড যেন সেই কথাই প্রমাণ করল। মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে যাওয়া অসংখ্য মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা এক নারী সালমা বেগম। তার চোখে শুধুই এক অপার শূন্যতা।

কারণ, আগুন কেড়ে নিয়েছে তার বেঁচে থাকার অবলম্বন—একটি সেলাই মেশিন। কিন্তু জীবনের গল্প শুধু ধ্বংসের নয়, পুনর্গঠনেরও। 

গত ১৩ মার্চ দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের ছবি দেখে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে সালমাকে দেওয়া হবে নতুন একটি সেলাই মেশিন। 

অবশেষে সেই প্রতীক্ষার অবসান।

সালমার হাতে পৌঁছে গেছে নতুন সেলাই মেশিন। আজ শুক্রবার (২১ মার্চ) সকালে সালমা বেগমের হাতে তুলে দেওয়া হয় স্বপ্নের নতুন সেলাই মেশিন।

সেলাই মেশিন হস্তান্তর আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কেপিসি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান, কালের কণ্ঠের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান মহিউদ্দিন রাজীব ও কালের কণ্ঠের ফটো সাংবাদিক লুৎফর রহমান।

সেলাই মেশিন হস্তান্তর শেষে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘মহাখালী সাততলা বস্তিতে আগুন লেগে বেশকিছু ঘর পুড়ে যায়।

তার মধ্যে সালমা খাতুনের ঘর এবং ঘরের সকল জিনিসপত্রও পুড়ে ছাই হয়ে যায়। তার অবলম্বন হিসাবে কোনো কিছুই নেই। এখন তার পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সালমা বেগমের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা শুভসংঘকে অনেক ধন্যবাদ।’

কাজী সাজেদুর রহমান বলেন, ‘আগুনের ফুলকি একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে।

বসুন্ধরা শুভসংঘ সালমা বেগমের পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরা শুভসংঘের পাশাপাশি এরকম পরিবারের পাশে সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা দরকার।’

নতুন সেলাই মেশিন পেয়ে সালমা বেগম বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ