কেরানীগঞ্জে ব্যবসায়ী কটিয়াদীতে ছাত্রদল নেতা খুন

  • আরো দুই জেলায় ৩ খুন
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কেরানীগঞ্জে ব্যবসায়ী কটিয়াদীতে ছাত্রদল নেতা খুন

ঢাকার কেরানীগঞ্জে গতকাল শনিবার দিনদুপুরে কুপিয়ে ও গুলি করে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রাজশাহীতে গতকাল জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের হাঁসুয়ার কোপে নিহত হয়েছেন দুলাভাই।

চার দিনের ব্যবধানে খুলনায় একাধিক মামলার দুই আসামিকে হত্যা করা হয়েছে।

এর মধ্যেই সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া এবং বাংলাদেশ রেলওয়ের একজন ঠিকাদারকে মারধর করায় নগরবাসী আতঙ্কিত। এ ছাড়া মানিকগঞ্জে এক দিনে দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

কালের কণ্ঠের সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর

কেরানীগঞ্জ (ঢাকা) : প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজারে নিজ ইট-বালুর গদিতে বসা ছিলেন জোবায়ের হোসেন (৩৫)। দুপুর ১টার দিকে স্থানীয় যুবলীগ নেতা সোবহান ঢালীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে গদিতে হামলা করে।

এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করে জোবায়ের। হামলাকারীরা পেছন পেছন দৌড়ে জোবায়েরকে কোপাতে থাকে। এক পর্যায়ে পাশের একটি চায়ের দোকানে ঢুকে প্রাণ বাঁচানোর আকুতি জানান জোবায়ের। হামলাকারীরা সেখান থেকে টেনে-হিঁচড়ে দোকানের বাইরে এনে কুপিয়ে ও গুলি করে হত্যা নিশ্চিত করে।
এরপর ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।

নিহত জোবায়েরের বাবার নাম মৃত মীর হাবিবুর রহমান। গোলামবাজার মজিদপাড়ায় তাঁদের বাড়ি।

স্থানীয় একটি সূত্র জানায়, গোলামবাজার এলাকায় একটি জমি নিয়ে থানা শুভাঢ্যা ইউনিয়ন তাঁতি লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুক ও স্থানীয় সেন্টুর মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমি সেন্টু দেখভাল করতে জোবায়েরকে দায়িত্ব দেন।

বিষয়টি ভালোভাবে নেননি মোল্লা ফারুক। তাঁর ইশারায় সোবহান ঢালীর নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এ বিষয়ে জানতে মোল্লা ফারুকের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

রাজশাহী : জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে শাহমখদুম থানা।

গতকাল সকালে উত্তর নওদাপাড়া কালুরমোড় এলাকায় একটি বিরোধপূর্ণ জমি পরিমাপ করার সময় এই হত্যাকাণ্ড হয়। নিহতের নাম রুহুল আমিন (৩০)। শ্যালক মিন্টু হাঁসুয়া দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারী কালের কণ্ঠকে জানান, আসামিকে ধরতে কাজ করছে পুলিশ। একটি অভিযোগ দায়ের হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

খুলনা :  গত ১৫ মার্চ রাতে নগরীর বাগমারা ব্রিজের কাছে শাহীন নামের একজন নিহত হন। ওই ঘটনার চার দিনের মাথায় বুধবার দুপুরে ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং সাজাপ্রাপ্ত আসামি ফারুখ মোল্লা (৪৮) সন্ত্রাসী হামলায় নিহত হন। নিহত ওই দুই ব্যক্তিই চরমপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশ জানায়।

কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবীব জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

মানিকগঞ্জ : সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে  দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে গড়পাড়া, ভাড়ারিয়া ও আটিগ্রাম ইউনিয়ন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তনিমা আক্তারের (১৬) মরদেহ উদ্ধার করা হয়। তনিমা রানাদিয়া এলাকার রফিক মিয়ার মেয়ে।

এর আগে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ আফসানা আক্তারের (১৬) মরদেহ উদ্ধার করা হয় আটিগ্রাম ইউনিয়নের বরুণ্ডী গ্রাম থেকে। আফসানা শিবালয়ের আরিচা এলাকার রেজাউল হকের স্ত্রী।

এ ছাড়া সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয়ের অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা আশিক খাঁ (২৪) নিহত হয়েছেন। গতকাল দুপুরে ওই কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।

জেলার হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কম দামে টিসিবির পণ্য

শেয়ার
কম দামে টিসিবির পণ্য
কখন আসবে টিসিবির ট্রাক—এই অপেক্ষায় তাঁরা সবাই। একটু কম দামে টিসিবির পণ্য কেনার আশায় ভোর থেকে এসে লাইন ধরে বসে আছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। গতকাল রাজধানীর মহাখালী চেয়ারম্যানবাড়ী এলাকা থেকে তোলা। ছবি : লুৎফর রহমান
মন্তব্য

বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা আরএসএসের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা আরএসএসের

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে থাকার বার্তা দিল ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির চালিকা শক্তি হিসেবে পরিচিত আরএসএস বেঙ্গালুরুতে অখিল ভারতীয় প্রতিনিধিসভায় শনিবার উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব পাস করেছে। বলেছে, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা, অবিচার এবং নিপীড়ন চালাচ্ছে মৌলবাদীরা। এ নিয়ে বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার আহ্বান জানিয়েছে তারা।

পাশাপাশি পাকিস্তান, ডিপ স্টেটের উসকানিতেই বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন বাড়ছে বলে দাবি করেছে আরএসএস। 

তারা প্রস্তাবে আরো বলেছে, বাংলাদেশে একের পর এক মঠ, মন্দির, দুর্গাপূজা প্যান্ডেল, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, মূর্তি ভাঙা, নৃশংস হত্যাকাণ্ড, সম্পত্তি লুটপাটের ঘটনা ঘটেই চলেছে। নারীদের ওপর লাগাতার অপহরণ ও নির্যাতন, জোর করে ধর্ম পরিবর্তনের মতো খবর আসছে। এসব ঘটনা নিছক রাজনৈতিক নয়।

এখানে ধর্মীয় দিকটিকে অস্বীকার করা, সত্য থেকে দূরে সরে যাওয়া বোঝায়। কিছু আন্তর্জাতিক শক্তি ইচ্ছাকৃতভাবে অবিশ্বাস ও সংঘাতের পরিবেশ তৈরি করে এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে ভারতের প্রতিবেশী অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সূত্র : এএনআই

 

মন্তব্য

অধ্যাপক জিনাত হুদাকে গ্রেপ্তা‌রের দাবি ঢা‌বি সাদা দ‌লের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
অধ্যাপক জিনাত হুদাকে গ্রেপ্তা‌রের দাবি ঢা‌বি সাদা দ‌লের
জিনাত হুদা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক জিনাত হুদার বিচার ও তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাবির বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল রবিবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতারা বলেন, আমরা লক্ষ করছি, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর সরকারকে নিঃশর্ত সমর্থন এবং গণহত্যায় উৎসাহিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ কর্তৃক প্রত্যাখ্যাত ঢাবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা শিক্ষক সমিতির নাম ব্যবহার করে বিভিন্ন ইস্যুতে বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের পক্ষ থেকে আমরা ফ্যাসিস্টের দোসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের দ্বারা প্রত্যাখ্যাত অধ্যাপক জিনাত হুদার এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সাদা দলের নেতারা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের সম্মানীত শিক্ষকদের দ্বারা প্রত্যাখ্যাত এবং ঢাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় অধ্যাপক জিনাত হুদা আর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নন। এর পরও সাধারণ সম্পাদক পরিচয়ে বক্তব্য ও বিবৃতি দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল এবং প্রশাসনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছেন। এমন অবস্থায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নিয়ে বিষোদগার, নেতিবাচক মন্তব্য, গণ-অভ্যুত্থানের বিরোধিতা এবং শিক্ষক সমিতির প্রতিনিধি হয়ে গণভবনে উপস্থিত হয়ে খুনি শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন দেওয়ায় ফ্যাসিবাদের দোসর অধ্যাপক জিনাত হুদাকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

 

 

 

 

মন্তব্য
হত্যাকাণ্ডের তিন বছর আজ

টিপু হত্যা মামলার বিচার সাক্ষ্যগ্রহণে আটকে আছে

মাসুদ রানা
মাসুদ রানা
শেয়ার
টিপু হত্যা মামলার বিচার সাক্ষ্যগ্রহণে আটকে আছে

তিন বছর আগে রাজধানীর মতিঝিল এলাকার আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে ব্যস্ত সড়কে গুলি করে হত্যা করা হয়। ২০২২ সালের ২৪ মার্চ রাতে শাহজাহানপুর সড়কে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সে সময় পথচারী সামিয়া আফরান জামাল প্রীতিও নিহত হন। ওই জোড়া খুনের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তে উঠে আসে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীসহ ৩৩ আসামির নাম।

১১ মাস আগে আলোচিত এ মামলার বিচার শুরু হলেও একজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়নি। এতে সাক্ষ্যগ্রহণ ছাড়াই আটকা রয়েছে বিচার কার্যক্রম।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী কালের কণ্ঠকে বলেন, এ মামলায় বাদীর জেরার জন্য দিন ধার্য রয়েছে। তবে তিনি আদালতে আসছেন না।

যদি তিনি সাক্ষ্য দিতে না আসেন, প্রয়োজনে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। আমরা দ্রুত এ মামলার বিচার শেষ করতে চাই।

বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ মামলাটি বিচারাধীন। সর্বশেষ গত ১৩ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

তবে সাক্ষ্য দিতে কেউ আদালতে হাজির হননি। এ জন্য রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করে। পরে আদালত আগামী ১৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন।

২০২৩ সালের ৫ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। গত বছরের ২৯ এপ্রিল আদালত ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ওই বছরের ২০ জুন মামলার বাদী ফারহানা ইসলাম ডলি সাক্ষ্য দেন। ওই দিন আদালত জেরার জন্য ১৮ জুলাই দিন ধার্য করেন। তবে পরবর্তী সময়ে এ মামলায় কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি।

এ মামলার আসামিরা হলেনআন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান আহম্মেদ মন্টু, ফ্রিডম মানিক ওরফে জাফর; প্রধান সমন্বয়কারী সুমন সিকদার মুসা, শুটার মাসুম মোহাম্মদ আকাশ, শামীম হোসাইন, তৌফিক হাসান ওরফে বিডি বাবু; ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর; ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান ওরফে ঘাতক সোহেল; মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাফিজুল ইসলাম হাফিজ; হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার, মাহবুবুর রহমান টিটু, নাসির উদ্দিন মানিক, মশিউর রহমান ইকরাম, ইয়াসির আরাফাত সৈকত, আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান, সেকান্দার শিকদার আকাশ; মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মাতবর, আবু সালেহ শিকদার, কিলার নাসির, ওমর ফারুক, মোহাম্মদ মারুফ খান, ইশতিয়াক আহম্মেদ জিতু, ইমরান হোসেন জিতু, রাকিবুর রহমান রাকিব, মোরশেদুল আলম পলাশ; ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, রিফাত হোসেন, সোহেল রানা; ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, সামসুল হায়দার উচ্ছল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল।

২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটা শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

বাদী ফারহানা ইসলাম ডলির আইনজীবী গাজী জিল্লুর রহমান বলেন, পটপরিবর্তনের পর তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। যে কারণে তিনি আদালতে এসে সাক্ষ্য দিতে পারছেন না। এই সুযোগে আসামিরা জামিনে বের যাচ্ছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আদালতে এসে সাক্ষ্য দেবেন। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি। তবে বক্তব্যের জন্য বাদী ফারহানা ইসলাম ডলির সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ