<p>চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে চোরাই ৩ ড্রাম ডিজেল ও ১টি পিকআপসহ চোরাই ডিজেল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যবসায়ীর নাম রাশেদুল ইসলাম (২৩)। তিনি উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরাগলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।</p> <p>মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার সময় জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।</p> <p>জোরারগঞ্জ থানা সূত্রে জানা যায়, চোরাই ডিজেল ব্যবসায়ী রাশেদুল ১টি পিকআপে ডিজেলবোঝাই করছিলেন। এ সময় জোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় মন্তাননগর রেল লাইনের পশ্চিম পার্শ্বে মৃত মফিজ উদ্দিনের বাড়ির সামনে থেকে ৩ ড্রাম ডিজেল, যা ৫৪০ লিটার এবং মূল্য প্রায় ৫৬ হাজার ১৬০ টাকা ও চোরাই ডিজেল পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপসহ রাশেদুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই ডিজেল বোঝাইকারী অজ্ঞাত ২-৩ জন পালিয়ে যায়।</p> <p>জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চোরাই ডিজেল ব্যবসায়ী রাশেদুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এই সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযানের সময় চোরাই ডিজেল বোঝাইকারী অজ্ঞাত ২-৩ জন পালিয়ে যায়। সেসব আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’</p>