<p>ঝালকাঠিতে সুদেব হালদার (২৮) নামে এক মোবাইল ফোন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুদেব সদর উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তার মোবাইল ফোন বিক্রি ও সার্ভিসিংয়ের দোকান রয়েছে।</p> <p>নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। রামপুর জোড়াপোল এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় তার মরদেহ খালের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।<br />  <br /> নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার জানান, সম্প্রতি মোবাইল ফোন সার্ভিসিং নিয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে ঝগড়া হয় সুদেবের। ধারণা করা হচ্ছে, এ কারণেই সুদেবকে হত্যা করা হতে পারে। যারাই সুবেদকে হত্যা করছে, তাদের ফাঁসির দাবি জানান তিনি।</p> <p>নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার বলেন, ‘আমার ছেলে কারো সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, কোনো অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হলো? আমি এর বিচার চাই।’</p> <p>ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘নিহত ব্যক্তির মাথায় কোপের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। সুরতহাল করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।’</p>