প্রবীর মিত্রের মৃত্যুতে যা বলছেন সহকর্মীরা

হযরত আলী হিরু
হযরত আলী হিরু
শেয়ার
প্রবীর মিত্রের মৃত্যুতে যা বলছেন সহকর্মীরা
প্রবীর মিত্রের মৃত্যুতে যা বলছেন সহকর্মীরা

বাংলা চলচিত্রের বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র রবিবার রাত ১০ টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যায় (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়। 

প্রবীর মিত্র বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আজ সোমবার জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে।

এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এর পূর্বে রবিবার রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হয়।

আরো পড়ুন
চিরচেনা এফডিসিতে নিথর দেহে প্রবীর মিত্র

চিরচেনা এফডিসিতে নিথর দেহে প্রবীর মিত্র

 

এদিকে বর্ষীয়ান কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চলচিত্র সংশ্লিষ্টরা তার মৃত্যুর পরপরই ফেসবুকের মাধ্যমে শোক জানিয়ে পোষ্ট দিয়েছেন।

গণমাধ্যমেও অভিনেতার প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন অনেক তারকা।

প্রবীর মিত্রের মৃত্যুতে নিজের অনুভূতি প্রকাশ করে শিল্পী সমিতির সভাপতি খলনায়ক মিশা সওদাগর এ প্রতিবেদককে বলেন, আমরা আমাদের ফ্লিম ইন্ডাস্ট্রিজের একজন গুনী ব্যাক্তিকে হারালাম। তার মৃত্যুতে আমাদের যে ক্ষতি হয়েছে সেটা কখোনো পূরণ হবার নয়। ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ, নির্লোভ, নিরঅহংকারী ব্যাক্তি ছিলেন। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

 

আরো পড়ুন
একসময় ইচ্ছা ছিল মডেল হবো : রোজা আহমেদ

একসময় ইচ্ছা ছিল মডেল হবো : রোজা আহমেদ

 

চলচিত্র পরিচালক গাজী মাহবুব জানান, শোক জানাবার ভাষা আর নেই। অঞ্জনা আপার মৃত্যুর শোক না যেতেই দাদার মৃত্যুর সংবাদ। আমরা সিনেমার বরেণ্য একজন শক্তিশালী বর্ষীয়ান অভিনেতাকে হারালাম। প্রবীরদা ছোট বড় সকলকে আপনি সম্ভোধন করতেন। এতো উঁচু মানের একজন অভিনেতার সদা হাস্যময়  বিনয়ী ব্যবহার ছিল সবার সাথে। প্রবীরদা ছিল অভিনয়ের একটি প্রতিষ্টান। প্রবীরদা একজন কালজয়ী অভিনেতা। চলচ্চিত্র শিল্পে উনার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতার পর বাংলা সিনেমাকে গণমানুষের কাছে জনপ্রিয় করার বর্ণিল ইতিহাসে প্রবীরদাও অংশীদার। উনার শুন্যতা কোনভাবেই পূরণ হবার নয়। দাদার প্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত।

আরো পড়ুন
নীরবে-নিভৃতেই প্রস্থান প্রবীর মিত্রের, খোঁজ রাখেনি রুপালি সারথিরা

নীরবে-নিভৃতেই প্রস্থান প্রবীর মিত্রের, খোঁজ রাখেনি রুপালি সারথিরা

 

চিত্রনায়ক সুব্রত জানান, প্রবীর দা যখন আমাদের ভাবীকে বিয়ে করেন তখন তিনি ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিলেন। তখন তার নাম রাখা হয়েছিলো হাসান ইমাম। তার সবকিছুর মধ্যেই সেই হাসান ইমাম নামটা আছে। কিন্তু সেটাতো আর আমাদেও দর্শকরা জনেনা তিনি ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন ইসলাম ধর্মে দিক্ষিত হয়েছিলেন। শুধু অভিনয় করার জন্যই তিনি প্রবীর মিত্র নামটা রেখেছিলেন। সেটা শুধু নামেই রেখেছিলেন কিন্তু তিনি আপদমস্তক একজন মুসলমান হাসান ইমাম নামকে ধারন করে ওনি ইসলামের মধ্যে বিচরন করেছেন। তিনি দেশবাসীর কাছে প্রবীর মিত্রের রুহের মাগফেরাত কামনায় দোয়া চান।

চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি জানান, প্রবীর মিত্র মামা আর নেই ভাবতেই খুব কষ্ট হবে। গতকাল ওনার ছেলের সাথে কথা হয়েছিলো তাকে দেখতে যাবার ব্যাপারে। সে বলেছিলো বাবাকে নিয়ে বোর্ড মিটিং হবে আগামীকাল বিকেলে আসুন। কিন্তু তার সাথে আর শেষ দেখাটা হলোনা।

আরো পড়ুন
নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাড়ি

নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাড়ি

 

শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী জানান, আসলে কিছু বলার ভাষা নেই আমরা মনে করেছিলাম ২০২৫ সালটা আমাদের চলচিত্রের সুন্দর একটি সাল হবে যেটাতে আমরা ঘুরে দাড়াতে পারবো। কিন্তু শুরুতেই একের পর এক ধাক্কা খাচ্ছি আমরা। প্রথমে অঞ্জনা আপু পরবর্তীতে প্রবীর মিত্র দা তাদেরকে আমরা হারালাম। আমরা দিন দিন আমাদের অভিনয়ের শিক্ষকদের হারাচ্ছি। যেটা আমরা যারা ইয়াং জেনারেশন আছি কিংবা নতুন যারা আসছেন তাদের জন্য অনেক কষ্টের যে আমরা আমাদের শিক্ষক হারাচ্ছি। আমরা দুর্ভাগা যে আমরা সিনিয়রদের কাছ থেকে কিছুই শিখতে পারি নাই। 
চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি বলেন, অঞ্জনা আপার মৃত্যুর দিন কাটতে না কাটতেই প্রবীর দাদার মৃত্যু। কিছুতেই আমরা মেনে নিতে পারছিনা। আমরা একের পর এক অভিবাবককে হারাচ্ছি। আমি শিল্পী সমিতির কাছে দাবী করছি আমাদের যারা প্রবীন এবং অসুস্থ শিল্পীরা আছেন তাদের খোঁজ খবর নিয়ে যথাসাধ্য তাদের পাশে দাড়ানো হোক। 

চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া বলেন, প্রবীর মিত্র দাদা খুবই ভালো এবং অমায়িক শান্ত ভদ্র মানুষ ছিলেন। সে বেশ কিছু ছবিতে আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন। সে আমাকে প্রচন্ড স্নেহ করতেন। তাকে হারিয়ে আমি একজন অভিবাবককে হারালাম। তিনি স্বর্গবাসী হোক ¯্রষ্টার কাছে এই দোয়া করছি।

অভিনেত্রী তানিন রহমান সুবহা বলেন, পরপর দুজন কিংবদন্তিকে হারিয়ে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। আমাদের চলচিত্র অভিবাবকহীন হয়ে পড়ছে। দোয়া করি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করুন। 

প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছেন। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। দাম্পত্য জীবনে প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র, তিন ছেলে মিঠুন মিত্র, সিফাত ইসলাম, সামিউল ইসলাম ও এক মেয়ে ফেরদৌস পারভীন । এর মধ্যে স্ত্রী অজন্তা মিত্র ২০০০ সালে এবং ছেলে সামিউল ২০১২ সালে প্রয়াত হয়েছেন। স্কুলজীবন থেকেই তিনি নাট্যচর্চায় যুক্ত হন। স্কুলের ছাত্রাবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। ১৯৬৯ সালে নির্মিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন সেই কর্মী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন সেই কর্মী
সংগৃহীত ছবি

অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাকিবুল হাসান নামের এক ব্যক্তি। পরে ওই ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিনেত্রী। 

এর পরদিনই ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলমান জানিয়ে ফেসবুকে পোস্ট করে একটি বেসরকারি প্রতিষ্ঠান। রাকিবুল ওই প্রতিষ্ঠানের কর্মী।

আজ সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে ফারিয়া জানিয়েছেন, রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি।  

আরো পড়ুন
শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য, সেই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠান

শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য, সেই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠান

 

ফেসবুকে শবনম ফারিয়া জানিয়েছেন, রাকিবুলের চাকরিচ্যুতির কথা তাকে ই-মেইলের মধ্যে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই-মেইলটিও শেয়ার করেছেন তিনি।

শবনম ফারিয়া লিখেছেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা সিরিয়াসলি নিয়েছেন।

কিভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’

তিনি বলেন, ‘সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয়।’

প্রাসঙ্গিক
মন্তব্য

ট্রেন্ডিংয়ে ‘কন্যা’, সজলের পারফরম্যান্সে মুগ্ধ দর্শক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ট্রেন্ডিংয়ে ‘কন্যা’, সজলের পারফরম্যান্সে মুগ্ধ দর্শক
সংগৃহীত ছবি

ঈদে মুক্তির মিছিলে রয়েছে একাধিক সিনেমা, তার মধ্যে একটি আব্দুন নূর সজল অভিনীত ‘জ্বীন-৩’। সিনেমার মুক্তি ঘিরে চলছে জোর প্রচারণা। তার অংশ হিসেবে কিছুদিন আগেই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির প্রথম গান ‘কন্যা’, যা ইতোমধ্যে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

গানটিতে উৎসবের আমেজ পেয়েছেন শ্রোতাদর্শকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করে এমন মন্তব্যই করছেন তারা। গানের পাশাপাশি ভিডিওতে সজল ও ফারিয়া জুটির পারফরম্যান্স এবং তাদের রসায়নেও মুগ্ধ নেটিজেনরা। শুধু তাই নয়, টানা দুইদিন সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু ‘কন্যা’-তেই সয়লাব ছিল। সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজ অঙ্গনের প্রায় সব তারকা গানটি নিজেদের হ্যান্ডেলে শেয়ার করে নিজেদের ভাল লাগা শেয়ার করেছেন।
এক সঙ্গে এত এত তারকা শিল্পীকে এর আগে কখনো কোনো গান কিংবা কনটেন্ট শেয়ার দিতে দেখা যায়নি। সেই তালিকায় কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা থেকে শুরু করে গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রী কেউই বাদ ছিলেন না সেই তালিকায়!

নতুন খবর হলো, ইতিমধ্যে আলোচিত এই গানটি চলে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। ইউটিউব ট্রেন্ডিংয়ের সংগীত বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘কন্যা’। এই বিভাগের প্রথম স্থানে রয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার ‘দ্বিধা’ গান।

 

May be an image of 3 people and beard

এদিকে গানটি নিয়ে এত আলোচনা ও প্রশংসায় আপ্লুত একইসঙ্গে উচ্ছ্বসিত এর নায়ক আব্দুন নূর সজল। তিনি বলেন, ‘গানটি এত দ্রুত সবার কাছে পৌঁছেছে যা সত্যি দারুণ। সবাই গানটির প্রশংসা করছেন পাশাপাশি আমাদের পারফরম্যান্স নিয়ে সাধুবাদ জানাচ্ছেন। সত্যি অনেক বেশি ভালো লাগছে, অনুপ্রাণিত বোধ করছি। মনে হচ্ছে কষ্ট সার্থক।

’ 

তিনি আরো বলেন, ‘বাগেরহাট ও খুলনায় ৫ দিন গানটির শুটিং করেছি। ওই সময়টায় বেশ অসুস্থ ছিলাম। প্রতিদিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর ছিল। ডাক্তার একদম কথা বলতে নিষেধ করেছিলেন, এক সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছিলেন। কিন্তু শিডিউল যেহেতু আগে থেকে দেওয়া ছিল, তাই কাজটি শেষ করা ছাড়া কোনো অপশন ছিল না। ওই অবস্থাতেই শুটিংয়ে যাই এবং জ্বর নিয়েই গানে পারফর্ম করি। পুরো টিম অনেক বেশি সাপোর্ট করেছিল।’

মন্তব্য

আড়াই বছর ধরে ক্যান্সারে ভুগছেন উপস্থাপিকা সামিয়া আফরিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আড়াই বছর ধরে ক্যান্সারে ভুগছেন উপস্থাপিকা সামিয়া আফরিন
সামিয়া আফরিন

প্রায় আড়াই বছর ধরে মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক-অভিনেত্রী সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার ক্যান্সার ধরা পড়ে বলে জানিয়েছেন তিনি নিজে। 

সামিয়া আফরিন বলেন, ‘২০২২-এর ঠিক এপ্রিলে আমার ক্যান্সার ধরা পড়ে। চতুর্থ স্টেজে গিয়ে এটি ধরা পড়ে।

আমার পরিবারের লোকজনের জন্য এটা খুবই ভীতিকর ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে, এটা একটা অসুখ; এ জন্য আমাকে লড়াই করতে হবে অথবা নিরাময়ের উপায় খুঁজে বের করতে হবে। ভয় না পেয়ে কিভাবে নিরাময় হতে পারে, আমি সেসব খুঁজে বের করি। মানসিকভাবে ভেঙে না পড়ে, বরং তখন আমি আমার পরিবারের জন্য সহায়ক হয়েছিলাম।
কারো কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা নিজেকে সেই দৃষ্টিতে দেখতে চাইনি। আমি সব সময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কী, এটা একজন রোগীকে আরো বেশি শক্তি জোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য।’ 

বর্তমান নিজের শারীরিক ও মানসিক অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘প্রায় আড়াই বছর ধরে আমি এটার সঙ্গে লড়াই করছি।

আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি।’

No photo description available.

ক্যান্সারে আক্রান্ত হলে রোগীর মনোবল ভেঙে পড়ার পরিস্থিতি নিয়ে সামিয়ার ভাষ্য, ‘ক্যান্সারে আক্রান্ত হলে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়—আমার জীবন শেষ হয়ে গেল, এরপর আর বুঝি কিছু নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সাথে সাথে লাইফ স্টাইলেও অনেক পরিবর্তন আনতে হয়, তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব।

যদিও তা সময় সাপেক্ষ ব্যাপার। লাইফ স্টাইল যদি ঠিক থাকে, তাহলে পরবর্তীতে এটা আর হওয়ার সুযোগ থাকে না বলে আমার মনে হয়।’

সম্প্রতি রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখান থেকে প্রাপ্ত পোশাক বিক্রির টাকা ক্যান্সার রোগীদের চিকিৎসায় ব্যয় হবে।

No photo description available.

গতকাল ২২ মার্চ উজ্জ্বলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী শেষ হয়েছে। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা পরিচালক সামিয়া আফরিন। 

এই প্রদর্শনীর উদ্যোগ মূলত ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো, তাদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। 

প্রসঙ্গত, একসময় টিভি উপস্থাপনার নিয়মিত মুখ ছিলেন উপস্থাপিকা সামিয়া আফরিন। মাঝেমধ্যে তাকে নাটকেও দেখা গেছে। ইমরাউল রাফাতের ‘পাপপূণ্য’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘ধুলোর মানুষ’, ‘মানুষের ঘ্রাণ’ এবং রাজিবুল ইসলামের ‘ব্লাফমাস্টার’ ছাড়াও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।

মন্তব্য

ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও, কাকে খোঁচা দিলেন অপু বিশ্বাস?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও, কাকে খোঁচা দিলেন অপু বিশ্বাস?
সংগৃহীত ছবি

অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত অপু বিশ্বাস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। ভিন্ন ভিন্ন লুকে প্রায়ই তার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন তিনি। এবার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিলেন কালো পোশাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন অপু। যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবি শেয়ার করে সেখানে ক্যাপশনে লিখেছেন অপু বিশ্বাস, ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।’

May be an image of 1 person

এর পরই ড্রামা কুইন হিসাবে অপু কাকে ইঙ্গিত করেছেন, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

কেননা এক দিন আগেই শাকিব খান তার দ্বিতীয় ছেলের জন্মদিন উদযাপন করেছেন। আর সেই ছবি পোস্ট করে শবনম বুবলী তার ফেসবুকেম লেখেন, ‘বাবা এবং ছেলের ভালোবাসা কোনো দেয়াল মানে না।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ